ISL 2023-24: ৬ মিনিটে ৩ গোল! ছাংতে ম্যাজিকে গোয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের

People's Reporter: ৯০ মিনিট ২-০ গোলে এগিয়ে থাকার পরেও সেই ম্যাচ ৩-২ গোলে হারতে হলো এফসি গোয়াকে।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - মুম্বই সিটি এফসির ফেসবুক পেজ

আইএসএল-র দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ছাংতে ম্যাজিকে গোয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই সিটি এফসি। ৯০ মিনিট ২-০ গোলে এগিয়ে থাকার পরেও সেই ম্যাচ ৩-২ গোলে হারতে হলো এফসি গোয়াকে।

বুধবার গোয়ার ফার্তোদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি। ম্যাচের ১৬ মিনিটেই বরিস সিং-র গোলে এগিয়ে যায় গোয়া। তারপর একাধিক সুযোগ পায় মুম্বইও। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। বার বার গোয়ার ডিফেন্স ভেঙে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ছাংতে। গোয়ার গোলরক্ষকের একাধিক সেভের জন্য প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মুম্বই। প্রতিবারই বিপক্ষের বক্সের ভিতরে গিয়ে ছন্দ হারাচ্ছিলেন মুম্বইয়ের ফুটবলাররা। ৫৬ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় গোয়া। সকলে ধরেই নিয়েছিল ম্যাচ জিততে চলেছে গোয়া। কিন্তু নাটক তখনও বাকি ছিল।

৯০ মিনিটের মাথায় ম্যাচের রঙ বদলে দেন ছাংতে। তার ১ মিনিট পরেই গোয়ার জালে বল জড়ান মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং। দ্বিতীয় গোলের ৫ মিনিটের মাথায় ফের গোল করে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন ছাংতে।

এই জয়ের ফলে দ্বিতীয় লেগে (২৯ এপ্রিল) এগিয়ে থেকেই শুরু করবে মুম্বই। সাথে ঘরের মাঠে সমর্থকদের সমর্থনও থাকবে তাদের সাথে। তবে খেলার রঙ যেকোনও মুহূর্তে বদলে যেতেই পারে।

গতকাল ম্যাচের দৃশ্য
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের
গতকাল ম্যাচের দৃশ্য
Irfan Pathan: হার্দিককে রেখেই ১৫ সদস্যের ভারতের টি-২০ স্কোয়াড বাছলেন ইরফান, তালিকায় নেই কে এল রাহুল!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in