Irfan Pathan: হার্দিককে রেখেই ১৫ সদস্যের ভারতের টি-২০ স্কোয়াড বাছলেন ইরফান, তালিকায় নেই কে এল রাহুল!

People's Reporter: ইরফানের তালিকায় জায়গা করে নিয়েছেন, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রিঙ্কু সিং।
ইরফান পাঠান
ইরফান পাঠানফাইল ছবি সংগৃহীত
Published on

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় স্কোয়াড বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় তারকার বাছাই করা ১৫ জনের মধ্যে নেই কে এল রাহুল, শ্রেয়স আইয়ার। তবে রেখেছেন বিতর্কের শিরোনামে থাকা হার্দিক পাণ্ডিয়াকে।

টি-২০ বিশ্বকাপে ভারতের দল গঠন নিয়ে সকলেরই নজর রয়েছে। শোনা যাচ্ছে বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকা ক্রিকেটার। আবার স্কোয়াডে রাখা হতে পারে ঋষভ পন্থ, শিবম দুবেকে। এরই মাঝে সেরা ১৫ জনকে বেছে নিলেন ইরফান পাঠান।

ইরফানের তালিকায় জায়গা করে নিয়েছেন - রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রিঙ্কু সিং। এছাড়া তিনি বেছে নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং শুবমন গিল।

ইরফানের তালিকায় নেই কে এল রাহুল, শ্রেয়স আইয়ার। তবে কেন তাঁদের রাখলেন না তা নিয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছিল রোহিত শর্মার সাথে টি-২০ স্কোয়াড ঠিক করার জন্য বৈঠক করেছিলেন বিসিসিআই-র নির্বাচক কমিটি। সেই বৈঠকে নাকি উপস্থিত ছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও। পরে রোহিত শর্মাই জানান এরকম কোনো বৈঠক হয়নি। ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। তাঁর সাথে কারুর বৈঠক হয়নি। তবে মনে করা হচ্ছে আইপিএল-র পরই এই নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে পারেন বোর্ড কর্তারা।

ইরফান পাঠান
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বৈঠকই হয়নি - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রোহিত শর্মার
ইরফান পাঠান
ISL 2023-24: যুবভারতীতে ঘুরে দাঁড়াবে মোহনবাগান - ওড়িশা ম্যাচ হেরে গ্যারান্টি হাবাসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in