Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বৈঠকই হয়নি - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রোহিত শর্মার

People's Reporter: রোহিত শর্মা জানান, অজিত আগরকর সম্ভবত দুবাইয়ে রয়েছেন। আর রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে আছেন। আমার সাথে তাঁদের কোনো বৈঠক হয়নি।
রোহিত শর্মা
রোহিত শর্মাফাইল চিত্র - সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ নিয়ে অজিত আগরকর এবং রাহুল দ্রাবিড়ের সাথে রোহিত শর্মার হওয়া বৈঠক নিয়ে 'ভুয়ো' খবর ছড়ানো হয়েছে। এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজে।

সম্প্রতি শোনা গিয়েছিল আইপিএল চলাকালীনই আসন্ন টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বৈঠক করেছিলেন রোহিত শর্মা। প্রায় সমস্ত সংবাদমাধ্যমে সেই খবর দেখানো হয়। কিন্তু এখন জানা যাচ্ছে এই ধরণের কোনও বৈঠকেই যোগ দেননি রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে তিনি জানান, অজিত আগরকর সম্ভবত দুবাইয়ে রয়েছেন। আর রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে আছেন। আমার সাথে তাঁদের কোনো বৈঠক হয়নি। আর কোনো বৈঠকের বিষয়ে জানিও না।

এর আগে জানা গিয়েছিল, আইপিএল চলাকালীনই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর মুম্বইয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই নাকি হার্দিক পাণ্ডিয়ার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচক কমিটি।

বৈঠকে নাকি এও বলা হয়েছিল, টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে হার্দিককে বোলিং-র ওপর জোর দিতে হবে। কিন্তু চলতি আইপিএলে বিভিন্ন ওভারে বল করতে এলেও সাফল্য পাননি তিনি। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল।

সাক্ষাৎকারে রোহিত এও জানান, আনুষ্ঠানিক তথ্য ছাড়া কোনো ভিডিও বা সূত্রের খবরে কেউ বিশ্বাস করবেন না। কারণ এখন অনেকেই ভুয়ো খবর প্রচার করছেন। সেই সব বিষয়ে কান না দেওয়াই ভালো।

রোহিত শর্মা
Mohun Bagan: লিগ শিল্ড ক্লাবেই থাকবে - সমর্থকদের আশ্বাস বাগান সচিবের
রোহিত শর্মা
IPL 2024: নিজেদের রেকর্ড ভেঙে আইপিএল-এ ইতিহাস সৃষ্টি হায়দরাবাদের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in