ISL 2023-24: যুবভারতীতে ঘুরে দাঁড়াবে মোহনবাগান - ওড়িশা ম্যাচ হেরে গ্যারান্টি হাবাসের

People's Reporter: মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ৩ মিনিটে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। তারপরেও সেই ম্যাচ হেরে ফিরতে হচ্ছে হাবাসের ছেলেদের।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - আইএসএল-র ফেসবুক পেজ

লিগ শিল্ড জিতেই ছন্দপতন মোহনবাগানের। আইএসএলে সেমি-ফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরে গেল টিম সবুজ মেরুন। প্রাক্তনীর গোলের কারণে প্রথম লেগ জেতা হলো না মোহনবাগানের।

মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ৩ মিনিটে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। তারপরেও সেই ম্যাচ হেরে ফিরতে হচ্ছে হাবাসের ছেলেদের। ম্যাচের ১১ মিনিটেই সমতা ফেরান ওড়িশার কার্লোস ডেলগাডো। ৩৯ মিনিটে আবার ওড়িশাকে এগিয়ে দেন সবুজ মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণা। প্রথমার্ধ ২-১ গোলেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে গোল না হলেও, জোড়া লাল কার্ড দেখা গেল ম্যাচে। ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সবুজ-মেরুনের স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। এরপর ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন ডেলগাডো। এই ম্যাচ হারে ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেল মোহনবাগানের কাছে।

২৮ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দু'গোলের ব্যবধানে জিততে হবে। তবেই সরাসরি ফাইনালের ছাড়পত্র পাবে হাবাসের দল। এক গোলে জিতলে ম্যাচ এক্সট্রা টাইমে গড়াবে। ম্যাচ ড্র হলে বা হারলেই শেষ চার থেকে বিদায়।

যদিও ঘুরে দাঁড়ানোর গ্যারেন্টি দিচ্ছেন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস। এদিন হারের পরে তিনি বলেন, 'আমরা ভালো খেলিনি। অনেক ভুল করেছে দলের ছেলেরা। এত ভুল করলে দল হিসেবে ভালো খেলা কঠিন হয়ে পড়ে। সেমিফাইনালে জিততে গেল একশো শতাংশ দিতেই হবে। তবে আমার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে। পরের ম্যাচে সম্পুর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে। এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি'।

অন্যদিকে, আজ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে গোয়া এবং মুম্বই সিটি এফসি। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে এই ম্যাচ হবে।

গতকাল ম্যাচের দৃশ্য
Sunil Narine: আইপিএলে ভালো খেললেও দেশের জার্সিতে বিশ্বকাপ নয়, সাফ জানালেন নারিন
গতকাল ম্যাচের দৃশ্য
ISL 2023-24: গোল্ডেন গ্লাভসের দৌড়ে তিন গোলরক্ষক, দেখুন তালিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in