Sunil Narine: আইপিএলে ভালো খেললেও দেশের জার্সিতে বিশ্বকাপ নয়, সাফ জানালেন নারিন

People's Reporter: নারিন বলেন, অনেকেই বলছেন আমাকে অবসর ভেঙে টি-২০বিশ্বকাপে খেলার জন্য। আমাকে চাওয়ায় আমি আপ্লুত। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অনড়।
সুনীল নারিন
সুনীল নারিনছবি - সংগৃহীত
Published on

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অল রাউন্ডার সুনীল নারিন। কিন্তু বিভিন্ন দেশের টি-২০ লিগগুলিতে ভালোভাবেই খেলছেন। ক্যারিবিয়ান অধিনায়ক রভমেন পাওয়েল নারিনকে ওয়েস্ট ইন্ডিজে হতে চলা জুন মাসে টি-২০ বিশ্বকাপে নামার প্রস্তাব দিয়েছেন। তবে নারিন জানাচ্ছেন যে তিনি অবসর ভেঙে আর টি২০ বিশ্বকাপ খেলবেন না।

নারিন বলেন, "অনেকেই বলছেন আমাকে অবসর ভেঙে টি-২০বিশ্বকাপে খেলার জন্য। আমাকে চাওয়ায় আমি আপ্লুত। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অনড়। আর ফিরব না। কাউকে হতাশ করতে খারাপ লাগে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা আমি বন্ধ করেছি।"

তিনি আরও বলেন, 'জুন মাসে ক্যারিবিয়ান জার্সিতে যারা খেলতে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে যে সব ক্রিকেটার পরিশ্রম করেছে, জায়গা পাওয়ার জন্য লড়াই করেছে, তাদের উচিত বিশ্বকাপ খেলা এবং সমর্থকদের আনন্দ দেওয়া'।

নারিন চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৮৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.৫৪। গড় ৪০.৮৬। পেয়েছেন ৯ টি উইকেট। নাইট মেন্টর গৌতম গম্ভীরও নারিনের প্রশংসা করে বলেন, 'এতো বছর ধরে কেকেআরকে সার্ভিস দিচ্ছে ও। নিজের কাজটা করে যায়। সত্যি কারের টিমম্যান ও।'

সুনীল নারিন
ISL 2023-24: অতীত ভুলে কলিঙ্গ জয় চান বাগান কোচ হাবাস
সুনীল নারিন
IPL 2024: প্রায় ২৫ কোটির স্টার্ককে নিয়ে সমালোচনার ঝড়, কী জানালেন নাইট অধিনায়ক?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in