ISL 2023-24: অতীত ভুলে কলিঙ্গ জয় চান বাগান কোচ হাবাস

People's Reporter: হাবাস বলেন, "অতীতে কী হয়েছে, তা নিয়ে আমি এখন ভাবছিই না। আমরা এখন বর্তমানে আছি। ওড়িশা যথেষ্ট ভালো দল।"
অ্যান্টোনিও লোপেজ হাবাস
অ্যান্টোনিও লোপেজ হাবাসছবি - সংগৃহীত

লিগ শিল্ড জয় অতীত। এবারে আইএসএল জিতে ইতিহাস তৈরি করতে বদ্ধপরিকর মোহনবাগান। তার প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে টিম সবুজ মেরুন।

মুম্বই ম্যাচের মতো এই ম্যাচেও ডাগআউটে থাকবেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আবার আব্দুল সামাদের চোট সারায় চিন্তা অনেকটাই কমেছে বাগানের। তবে ওড়িশার গরম একটা চিন্তার কারণ।

লিগের দুটি ম্যাচই ড্র হয়েছে। সেই বিষয়ে হাবাস বলেন, "অতীতে কী হয়েছে, তা নিয়ে আমি এখন ভাবছিই না। আমরা এখন বর্তমানে আছি। ওড়িশা যথেষ্ট ভালো দল। কারণ, ওদের একজন ভালো কোচ আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হতে চলেছে। এই ম্যাচটাকে লিগের অন্য ম্যাচের মতোই খেলতে হবে। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের।"

তিনি আরও বলেন, "এখনই দ্বিতীয় লেগ নিয়ে ভাবার কিছু নেই। প্রথম লেগে জেতাটা বেশি কঠিন। তবে প্রথম ম্যাচে হেরে গেলে চলবে না। লিগ ম্যাচে যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি, এই ম্যাচেও সেই দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে। সে জন্যই ৯০ মিনিটে ম্যাচটা জিতে এগিয়ে থাকতে হবে আমাদের"।

পশাপাশি বাগান কোচ জানান, "আবহাওয়া যে রকমই থাকুক তার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের ছেলেদের। প্রতিপক্ষকেও তো একই পরিবেশে খেলতে হবে। এই নিয়ে কোনও অজুহাত দিলে চলবে না। তবে খেলোয়াড়দের শরীরের ওপর এর প্রভাব পড়বে। কিন্তু সে জন্য খারাপ পারফরম্যান্স দেখালে চলবে না। কৌশল ও টেকনিকে বেশি জোর দিতে হবে"।

অ্যান্টোনিও লোপেজ হাবাস
ISL 2023-24: গোল্ডেন গ্লাভসের দৌড়ে তিন গোলরক্ষক, দেখুন তালিকা
অ্যান্টোনিও লোপেজ হাবাস
IPL 2024: প্রায় ২৫ কোটির স্টার্ককে নিয়ে সমালোচনার ঝড়, কী জানালেন নাইট অধিনায়ক?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in