Asia Cup 2025: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিরোধিতায় তৃণমূল বিধায়ক! ভিন্নমত সৌরভ গাঙ্গুলির

People's Reporter: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে জাতীয় রাজনীতিতে পারদ চড়ছে। একাংশের মতে ক্রীড়ার সাথে রাজনীতি গুলিয়ে ফেলা উচিত নয়। আবার একাংশের মতে, পাকিস্তানের সাথে কোনওরকম সম্পর্ক রাখা উচিত নয়।
মনোজ তিওয়ারি এবং সৌরভ গাঙ্গুলি
মনোজ তিওয়ারি এবং সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিরোধিতা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোজ তিওয়ারি। তাঁর মতে পহেলগাঁও হামলার পর ভারতের এই ম্যাচ খেলা উচিত নয়। অন্যদিকে, সৌরভ গাঙ্গুলি অবশ্য ভারত-পাক ম্যাচের পক্ষেই সওয়াল করেছেন।

আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জাতীয় রাজনীতিতে পারদ চড়ছে। একাংশের মতে ক্রীড়ার সাথে রাজনীতি গুলিয়ে ফেলা উচিত নয়। আবার একাংশ মনে করছেন পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সাথে কোনওরকম সম্পর্ক রাখাই উচিত নয়।

এই আবহে মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে মনোজ জানান, তিনি এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যকার নির্ধারিত ম্যাচের পক্ষে নন। তিনি বলেন, “আমি এর বিরুদ্ধে। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়া উচিত নয়। বিশেষ করে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর, যেখানে নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপর অপারেশন সিঁদুর হয়েছে। এই অবস্থায় এমন একটি ম্যাচ আয়োজন করা মোটেই যুক্তিসংগত নয়”।

তিনি আরও বলেন, “পরিস্থিতি এতটাই খারাপ। আমরা কীভাবে ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভাবতে পারি? আমার মতে, এটি পুনর্বিবেচনা করা উচিত এবং এই ধরনের ম্যাচ এমন পরিবেশে হওয়া উচিত নয়”।

মঙ্গলবারই লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, “যদি কেউ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে, তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর এখনও চলছে”।

এই প্রেক্ষিতে তিওয়ারি প্রশ্ন তোলেন, “যখন আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলছেন অপারেশন সিঁদুর এখনও চলছে, তখন কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময়সূচী নির্ধারণ করা যায়?”

অন্যদিকে, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য ম্যাচের পক্ষেই কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, "ভারত সন্ত্রাসবাদের কড়া জবাব দিয়েছে। এই ধরণের সন্ত্রাস হওয়াই উচিত নয়। এখন পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। তাই খেলা থেমে থাকা উচিত নয়। ম্যাচ হোক।"

উল্লেখ্য, এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবি ও দুবাইয়ের দুটি স্টেডিয়াম বাছা হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯টি ম্যাচে অংশ নেবে আটটি দল। গতবার অংশ নিয়েছিল ৬টি দেশ। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। এই দুই দেশের ম্যাচ হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

গ্রুপ এ - ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী।

গ্রুপ বি - শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং হংকং।

মনোজ তিওয়ারি এবং সৌরভ গাঙ্গুলি
ENG vs IND Test: পঞ্চম টেস্টের আগে উত্তপ্ত ওভাল! পিচ কিউরেটরের সাথে তীব্র বচসায় গম্ভীর
মনোজ তিওয়ারি এবং সৌরভ গাঙ্গুলি
ENG vs IND Test: সিরিজ জিততে এই বোলিং অলরাউন্ডারকে দলে নিল ইংল্যান্ড, খেলেছেন মাত্র ১টি টেস্ট!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in