
ভারতের বিপক্ষে আসন্ন পঞ্চম ও নির্ধারণী টেস্ট ম্যাচের জন্য বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকে দলে নিল ইংল্যান্ড (England)। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে মাত্র একটি টেস্ট খেলেছেন। যেখানে তিনি ব্যাট হাতে ৯৭ রান ও বল হাতে দুটি উইকেট নিয়েছিলেন।
আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। শুবমন গিলরা চাইছেন শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে। অন্যদিকে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করতে চায় ইংল্যান্ড।
জেমি ওভারটনের ঘরের মাঠ হচ্ছে ওভাল। ফলে হোম গ্রাউন্ডের পরিচিতি ও কন্ডিশনের সুবিধা ওভারটনের অন্তর্ভুক্তির পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।
এছাড়া ওভারটনের অন্তর্ভুক্তি অধিনায়ক বেন স্টোকসের জন্য একটি কৌশলগত বিকল্পও বটে। চলতি সিরিজে স্টোকস এখনও পর্যন্ত ১৭টি উইকেট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারী। তবে ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে বোলিংয়ের পর তিনি ব্যাট হাতে অসাধারণ সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ ওভার বল করেছেন। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে বার্মিংহামে ভারত রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরায়। এরপর লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় থাকলেও, ভারত ঐতিহাসিকভাবে ম্যাচ ড্র করে সিরিজে টিকে থাকে।
ইংল্যান্ডের পূর্ণ স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন