
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের আগেই উত্তাপ বাড়ছে ওভালে। ওভালের প্রধান পিচ কিউরেটর লি ফোর্টিসের সাথে তীব্র বচসায় জড়ালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আগামী ৩১ জুলাই থেকে ওভালে শুরু হচ্ছে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ। তার আগেই পিচ কিউরেটরের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল গম্ভীরকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার, টিম ইন্ডিয়ার অনুশীলনের সময়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, গম্ভীর ও ফোর্টিসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। পিচ কিউরেটর ভারতীয় দলকে একটি নির্দিষ্ট পিচ ব্যবহারে আপত্তি জানান। এতে গম্ভীর ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানান এবং ফোর্টিসের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায় তাঁকে।
ঘটনার সময় ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও ফোর্টিসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পিচ কিউরেটরকে মাঠের এক পাশে নিয়ে দীর্ঘ আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। সূত্রের খবর, এই ঘটনার পর ওভালের গ্রাউন্ডস্টাফরা গম্ভীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরিকল্পনাও করছে।
বিতর্কের সময় পিচ কিউরেটর গম্ভীরের উদ্দেশ্যে বলেন, আপনার বিরুদ্ধে আমাদের রিপোর্ট করতে হবে। জবাবে গম্ভীরকে বলতে শোনা যায়, "আপনি আমাদের কী করতে হবে তা বলতে পারেন না। আপনি কেবল একজন গ্রাউন্ডস্টাফ। যেখানে রিপোর্ট করার ইচ্ছা করুন। এখনই গিয়ে করুন। বুঝে নেব আমি।"
এই নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন পিচ কিউরেটর লি ফর্টিস। তিনি বলেন, বড় একটা ম্যাচ হতে চলেছে। তাঁকে (গৌতম গম্ভীর) খুশি রাখা বা না রাখা আমার কাজ নয়। এর আগে কখনও তাঁর সাথে আমার দেখা হয়নি। ঠিক আছে, আমি ঠিক আছি। আমাদের লুকানোর কিছু নেই।
উল্লেখ্য, লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে বার্মিংহামে ভারত রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরায়। এরপর লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় থাকলেও, ভারত ঐতিহাসিকভাবে ম্যাচ ড্র করে সিরিজে টিকে রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন