CFL: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা! সাসপেন্ড টালিগঞ্জ ও উয়াড়ি
ছবি - সংগৃহীত

CFL: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা! সাসপেন্ড টালিগঞ্জ ও উয়াড়ি

People's Reporter: অন্যদিকে দীপ্তি সংঘের কোচ পার্থ ঘোষকে মাঠে উত্তেজনা সৃষ্টি এবং রেফারিকে অশ্রাব্য ভাষা প্রয়োগের জন্য দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

কলকাতা লীগে গড়াপেটার ছায়া! পুলিশি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হলো টালিগঞ্জ অগ্রগামী এবং উয়াড়ি এসিকে। পাশাপাশি খিদিরপুর ক্লাব নিয়ম বহির্ভূতভাবে কোচ রাখায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হলো।

বাংলার ফুটবলকে স্বচ্ছ রাখতে কড়া পদক্ষেপ নিল আই এফ এ। ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে শুরু করে একাধিক ক্লাবের নিয়ম বহির্ভূত কাজের বিরুদ্ধে পদক্ষেপ নিল আইএফএ। মহিলা ফুটবলে হাতাহাতির ঘটনায় জি সি মেমোরিয়াল ক্লাবকে ১ বছরের জন্য সাসপেন্ড এবং তাদের কোচ ও গোলকিপার ৫ বছরের জন্য সাসপেন্ড হয়েছেন।

অন্য দিকে দীপ্তি সংঘের কোচ পার্থ ঘোষকে মাঠে উত্তেজনা সৃষ্টি এবং রেফারিকে অশ্রাব্য ভাষা প্রয়োগের জন্য দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রিমিয়ার ডিভিশন লিগে কোচের নির্ধারিত যোগ্যতামান না থাকা সত্ত্বেও কোচ নিয়োগের জন্য খিদিরপুর ক্লাব কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার আইএফএ অফিসে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয়। বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

CFL: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা! সাসপেন্ড টালিগঞ্জ ও উয়াড়ি
IPL 2024: রামনবমীর জন্য বদলে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচের তারিখ
CFL: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা! সাসপেন্ড টালিগঞ্জ ও উয়াড়ি
Sayani Das: বাঙলার সাঁতারু সায়নী দাসের মুকুটে নতুন পালক - এবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক প্রণালী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in