IPL 2024: রামনবমীর জন্য বদলে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচের তারিখ

People's Reporter: কেকেআর-এর পক্ষ থেকে অফিসিয়ালি নতুন সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল সোমবারই।
ইডেনে পরিবর্তন হলো সূচি
ইডেনে পরিবর্তন হলো সূচিছবি - কে কে আরের ফেসবুক পেজ

রাম নবমীর জন্য বদল হলো আইপিএলের ম্যাচের তারিখ। আগামী ১৭ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল ইডেনেই খেলা হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ।

কেকেআর-এর পক্ষ থেকে অফিসিয়ালি নতুন সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল আগেই। একইদিনে রাম নবমী পড়ায় ইডেনে ম্যাচ করা নিয়ে প্রশ্ন তোলা হয় পুলিশের পক্ষ থেকে। জানিয়ে দেওয়া হয়, ১৭ এপ্রিল ইডেনে যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সম্প্রচারকারী চ্যানেল এবং বাকি স্টেক হোল্ডারদেরও সমস্যার কথা জানিয়ে দেয় বোর্ড। কলকাতা পুলিশের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হয়।

প্রয়োজনে ম্যাচ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হয়েছিল। সেক্ষেত্রে একই দিনে হত ম্যাচ। কিন্তু মঙ্গলবার আরও একবার কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকের পর ম্যাচ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ আছে কেকেআর-এর। এছাড়া গুজরাট টাইটন্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ ১৬-র বদলে ১৭ তারিখ হবে।

উল্লেখ্য, কে কে আর-এর পরের ম্যাচ রয়েছে ৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে। তারপর ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে, চিপকে। ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২১, ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পরের দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ এবং ৫ মে মুম্বই ও লখনউয়ের বিরুদ্ধে হবে। ১১ মে ইডেনে নাইটদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ এবং ১৯ মে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট এবং রাজস্থান। দুটোই অ্যাওয়ে ম্যাচ।

ইডেনে পরিবর্তন হলো সূচি
Sayani Das: বাঙলার সাঁতারু সায়নী দাসের মুকুটে নতুন পালক - এবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক প্রণালী
ইডেনে পরিবর্তন হলো সূচি
IPL 2024: 'সারাজীবন এই ইনিংস তোমার মনে থাকবে' - ঋষভের খেলা দেখে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in