Sayani Das: বাঙলার সাঁতারু সায়নী দাসের মুকুটে নতুন পালক - এবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক প্রণালী

People's Reporter: নিউজিল্যান্ডের কুক প্রণালীর দৈর্ঘ্য ২৩ কিলোমিটারের কিছু বেশি। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপের মাঝে এই প্রণালী। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই প্রণালীর গড় গভীরতা ১২৮ মিটার।
সাঁতারু সায়নী দাস
সাঁতারু সায়নী দাসফাইল ছবি - সায়নী দাসের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের লক্ষ্যে জলে নেমেছিলেন বাঙলার গর্ব সায়নী দাস। marathonswims.nz-র তথ্য অনুসারে দীর্ঘ ১১ ঘণ্টা ৫১ মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছলেন কালনার সায়নী। তিনি অতিক্রম করেছেন ২৯.৫ কিলোমিটার দূরত্ব। ২ এপ্রিল নিউজিল্যান্ডের সময় সকাল ৮টায় (ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়) জলে নেমেছিলেন সায়নী। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ চ্যানেল, ক্যাটেলিনা ও মলোকাই চ্যানেল জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক পালক।

নিউজিল্যান্ডের কুক প্রণালীর দৈর্ঘ্য ২৩ কিলোমিটারের কিছু বেশি। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপের মাঝে এই প্রণালী। উইকিপিডিয়ার তথ্য অনুসারে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই প্রণালীর গড় গভীরতা ১২৮ মিটার। ব্রিটানিকা জানাচ্ছে, ১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই প্রণালী আবিস্কার করেন বলে পরবর্তী সময়ে এর নাম হয় কুক প্রণালী। এই প্রণালী পশ্চিমের তাসমান সাগরকে পূর্বদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে।

নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ রওনা দিয়েছিলেন কালনার বারুইপাড়ার মেয়ে সায়নী। গত কয়েকদিনে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চালিয়ে গেছেন নিবিড় অনুশীলন। সায়নীর বাবা রাধেশ্যাম দাস সিপিআইএম-এর শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। এর আগে তৃণমূলের বিরুদ্ধে সায়নীকে নানা ভাবে বাধাদানের অভিযোগ উঠেছিল।

সায়নীর বক্তব্য অনুসারে, ওখানকার জল অত্যন্ত ঠান্ডা। তাপমাত্রাও অনেকটাই কম। এছাড়াও ওই অঞ্চলে সমুদ্র সবসময় বিক্ষুব্ধ থাকে। ঝড় বয়। প্রচন্ড স্রোত আছে। সমুদ্রে দীর্ঘক্ষণ সাঁতার কাটতে গেলে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।

উল্লেখযোগ্যভাবে এইদিনই সায়নীর সঙ্গে কিছুটা অন্য পথে কুক প্রণালী পার করেছেন তুরস্কের ৫৯ বছরের সাঁতারু কামিল আলসারান (১২ ঘন্টা ৩৩ মিনিট, দূরত্ব ৩১.২ কিমি) ও মেক্সিকোর ৩৯ বছর বয়সী সাঁতারু সিন্থিয়া ভালদেস ( ৮ ঘণ্টা ৩০ মিনিট, দূরত্ব ২৬.৪ কিমি)।

সাঁতারু সায়নী দাস
IPL 2024: রামনবমীর কারণে ইডেনে অনিশ্চিত কলকাতার ম্যাচ!
সাঁতারু সায়নী দাস
IPL 2024: 'সারাজীবন এই ইনিংস তোমার মনে থাকবে' - ঋষভের খেলা দেখে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in