IPL 2024: রামনবমীর কারণে ইডেনে অনিশ্চিত কলকাতার ম্যাচ!

People's Reporter: আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে। কিন্তু সেই ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না স্থানীয় প্রশাসন।
রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতার!
রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতার!ফাইল ছবি - কে কে আরের ফেসবুক পেজ

অনিশ্চিত আগামী ১৭ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। রামনবমী থাকার কারণে ম্যাচের দিন পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর। তবে বিসিসিআই, কেকেআর অথবা সিএবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই নিয়ে।

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে। কিন্তু সেই ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না স্থানীয় প্রশাসন। নিরাপত্তার কারণেই ম্যাচের জন্য বিকল্প দিন ঠিক করার আবেদন জানানো হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি সিএবিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে কলকাতা পুলিশ। ওই দিন একাধিক জায়গা থেকেই মিছিল বেরোতে পারে। দর্শকরা সমস্যায় পড়তে পারেন এবং যানজট হওয়ার সম্ভাবনাও থাকবে। সবদিক বিবেচনা করেই নাকি ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই অথবা সিএবি চায় নির্ধারিত দিনেই ম্যাচ করাতে। তবে জানা যাচ্ছে বিষয়টি নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টিং সংস্থার সাথেও কথা বলছে বিসিসিআই। এখন দেখার ১৭ তারিখই ম্যাচ হয় নাকি অন্য কোনো দিন বেছে নেওয়া হয়।

উল্লেখ্য, কে কে আর-এর পরের ম্যাচ রয়েছে ৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে। তারপর ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে, চিপকে। ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২১, ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পরের দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ এবং ৫ মে মুম্বই ও লখনউয়ের বিরুদ্ধে হবে। ১১ মে ইডেনে নাইটদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ এবং ১৯ মে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট এবং রাজস্থান। দুটোই অ্যাওয়ে ম্যাচ।

রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতার!
ISL 2023-24: হাবাস না থাকাতেই হার, বলছেন মোহনবাগান সচিব
রামনবমীর দিনই ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতার!
IPL 2024: ১৬ বছরের এই বিদেশি স্পিনারকে দলে নিল নাইটরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in