

ডেম্পোর কাছে ড্র করে বেশ চাপে মোহনবাগান। ইস্টবেঙ্গল ড্র করলেই চলে যাবে নকআউটে। তবে কোয়ালিফাই করতে হলে মোহনবাগানকে ডার্বি জিততেই হবে। যদিও চাপ নিতে নারাজ মোহনবাগান কোচ মোলিনা।
বাগান কোচ হোসে মোলিনা বলেন, "প্রত্যেক সমর্থক চান ডার্বি জিতুক মোহনবাগান। আমরা আগেও তাদের আশা পূরণ করেছি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জয়ের প্রত্যাশা থাকে সব সময়। এই ম্যাচেও ব্যতিক্রম হবে না। সমর্থকদের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নামা হবে"।
ইস্টবেঙ্গলকে নিয়ে মোলিনা বলেন, "ইস্টবেঙ্গল এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক ফুটবল খেলছে। তাই যত বেশি ডার্বি হবে, তত ভালো আমাদের জন্য। কারণ এতে নিজেদের বুঝে নেওয়া যায়। সমর্থকরা সব সময় চান ডার্বি জিতুক দল। আমার কাছে এই ম্যাচ সুপার কাপের ফাইনালের মতো। আমরা অনেক সুযোগ তৈরি করছি। দুর্ভাগ্যবশত গোল আসছে না। তবে ম্যাচ তো জিতছি। সদ্য শিল্ডও জিতেছি। ফোকাস থাকবে সেটপিসে। চেষ্টা করব সেটপিসকে গোলে রূপান্তর করার"।
এছাড়া রবসনকে নিয়ে মোলিনা জানান, "ও দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি ওর পারফরমেন্স দেখে খুশি। দল অনেক মজবুত। আশা করছি ফলাফল আমাদের পক্ষে যাবে।'
মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস বলেন, “সব ফুটবলারই ডার্বি খেলার জন্য মুখিয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম নই। যত বেশি সম্ভব ডার্বি খেলতে এবং জিততে চাই। সমর্থকেরাও ডার্বি দেখতে চায়। যত ডার্বি হবে ভালোই হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে এটাই আসল। এতে ফুটবলারদেরও উন্নতি হচ্ছে।”