Indian Super League 2022: সেরা ফুটবলারদের মধ্যে বাংলার এই দু'জন অন্যতম, দেখে নিন তাঁদের নাম

এবারের ইন্ডিয়ান সুপার লীগে বেশ কয়েকজন বাংলার তারকা ফুটবলারের খেলা দেখার জন্য দিন গুনছে রাজ্যবাসী। তাঁদের মধ্যে দু’জনের সম্পর্কে আলোচনা করা হল। তাঁরা হলেন, প্রবীর দাস ও শৌভিক চক্রবর্তী।
ISL-র লোগো
ISL-র লোগোগ্রাফিক্স - নিজস্ব

অধিকাংশ বাঙালিই ফুটবলপ্রেমী হন। ফুটবল খেলতে ও দেখতে বাঙালীরা এমনিতেই ভালোবাসেন। তাও যদি হয় আইএসএলের মতো টুর্নামেন্ট। অবশ্যই বাঙালি চোখ রাখবে। এবারের ইন্ডিয়ান সুপার লীগে বেশ কয়েকজন বাংলার তারকা ফুটবলারের খেলা দেখার জন্য দিন গুনছে রাজ্যবাসী। তাঁদের মধ্যে দু’জনের সম্পর্কে আলোচনা করা হল। তাঁরা হলেন, প্রবীর দাস ও শৌভিক চক্রবর্তী।

প্রবীর দাস

নিজের দক্ষতায় প্রায় সকল ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর কলকাতার একাধিক ক্লাবে খেলেছেন এই ডিফেন্ডার ও উইঙ্গার। ২০২২-এ তিনি বেঙ্গালুরুতে সই করেছেন। বেশকিছু বছর মোহনবাগানে খেলার পর সুনীলের সাথে খেলছেন তিনি। এই বছর ডুরান্ড কাপেও চেনা ছন্দেই পাওয়া যায় প্রবীরকে। ডুরান্ডে ছ’টা ম্যাচ খেলেছেন তিনি। ৫০০ মিনিটের বেশি মাঠে থেকেছেন বাংলার তারকা।  ২০১৯-২০ সালে আইএসএলে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন বাংলার এই তারকা। ভক্তরা তাঁর মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

শৌভিক চক্রবর্তী

বাংলার ফুটবল জগতে শৌভিক চক্রবর্তীকে সকলেই চেনেন। তিনি সাধারণত খেলেন মাঝমাঠে। দলের প্রয়োজনে রক্ষণভাগও সামলাতে সমান পারদর্শী। গত মরশুমে হায়দ্রাবাদকে আইএসএলে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিতে দেখা যায় শৌভিককে। ২০১৭ সালে তিনি আইএসএলে জামশেদপুরের হয়ে অভিষেক করেন। তার আগে মোহনবাগানে খেলতেন শৌভিক।

জামশেদপুরের পর তিনি যান মুম্বাই সিটি এফসি ও হায়দ্রাবাদে। তিনি যে দলেই খেলছেন নিজের জাত চিনিয়েছেন। এই বছর আইএসএলে তাঁকে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের হয়ে খেললেও পুরনো ছন্দে দেখতে পাওয়া যায়নি শৌভিককে। এবার লাল-হলুদ তাবুতে ট্রফি এনে দেওয়াই একমাত্র লক্ষ্য তাঁর।

ISL-র লোগো
Indian Super League 2022: ২৭ জনের মধ্যে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার, চমক এফসি গোয়ার
ISL-র লোগো
Indian Super League 2022: এফসি গোয়া নিয়ে আবেগপ্রবণ বার্তা মিডফিল্ডার এডু বেদিয়ার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in