

অধিকাংশ বাঙালিই ফুটবলপ্রেমী হন। ফুটবল খেলতে ও দেখতে বাঙালীরা এমনিতেই ভালোবাসেন। তাও যদি হয় আইএসএলের মতো টুর্নামেন্ট। অবশ্যই বাঙালি চোখ রাখবে। এবারের ইন্ডিয়ান সুপার লীগে বেশ কয়েকজন বাংলার তারকা ফুটবলারের খেলা দেখার জন্য দিন গুনছে রাজ্যবাসী। তাঁদের মধ্যে দু’জনের সম্পর্কে আলোচনা করা হল। তাঁরা হলেন, প্রবীর দাস ও শৌভিক চক্রবর্তী।
প্রবীর দাস
নিজের দক্ষতায় প্রায় সকল ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর কলকাতার একাধিক ক্লাবে খেলেছেন এই ডিফেন্ডার ও উইঙ্গার। ২০২২-এ তিনি বেঙ্গালুরুতে সই করেছেন। বেশকিছু বছর মোহনবাগানে খেলার পর সুনীলের সাথে খেলছেন তিনি। এই বছর ডুরান্ড কাপেও চেনা ছন্দেই পাওয়া যায় প্রবীরকে। ডুরান্ডে ছ’টা ম্যাচ খেলেছেন তিনি। ৫০০ মিনিটের বেশি মাঠে থেকেছেন বাংলার তারকা। ২০১৯-২০ সালে আইএসএলে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন বাংলার এই তারকা। ভক্তরা তাঁর মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।
শৌভিক চক্রবর্তী
বাংলার ফুটবল জগতে শৌভিক চক্রবর্তীকে সকলেই চেনেন। তিনি সাধারণত খেলেন মাঝমাঠে। দলের প্রয়োজনে রক্ষণভাগও সামলাতে সমান পারদর্শী। গত মরশুমে হায়দ্রাবাদকে আইএসএলে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিতে দেখা যায় শৌভিককে। ২০১৭ সালে তিনি আইএসএলে জামশেদপুরের হয়ে অভিষেক করেন। তার আগে মোহনবাগানে খেলতেন শৌভিক।
জামশেদপুরের পর তিনি যান মুম্বাই সিটি এফসি ও হায়দ্রাবাদে। তিনি যে দলেই খেলছেন নিজের জাত চিনিয়েছেন। এই বছর আইএসএলে তাঁকে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের হয়ে খেললেও পুরনো ছন্দে দেখতে পাওয়া যায়নি শৌভিককে। এবার লাল-হলুদ তাবুতে ট্রফি এনে দেওয়াই একমাত্র লক্ষ্য তাঁর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন