Indian Super League 2022: ২৭ জনের মধ্যে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার, চমক এফসি গোয়ার

আইএসএলের নিয়মানুযায়ী প্রত্যেক ক্লাবকে দলে কমপক্ষে চারজন অনুর্ধ্ব-২৩ ফুটবলার রাখতেই হবে। এখানেই কার্যত চমক দিয়েছে গোয়া। নিজদের স্কোয়াডে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছে।
Indian Super League 2022: ২৭ জনের মধ্যে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার, চমক এফসি গোয়ার
ছবি - এফসি গোয়ার ট্যুইটার হ্যান্ডেল

আইএসএল ২০২২-২৩ মরশুমের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল এফসি গোয়া। নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করেছে তারা। আসন্ন টুর্নামেন্টের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে গোয়া। যা প্রতিপক্ষকে রীতিমতো চিন্তায় রেখেছে।

শেষ দু’বছর খুব একটা ভালো যায়নি গোয়ার। সেই কথা মাথায় রেখেই এবারে দলে ভারসাম্য বজায় রেখেছে গোয়া। আইএসএলের নিয়মানুযায়ী প্রত্যেক ক্লাবকে দলে কমপক্ষে চারজন অনুর্ধ্ব-২৩ ফুটবলার রাখতেই হবে। এখানেই কার্যত চমক দিয়েছে গোয়া। নিজদের স্কোয়াডে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছে।

নতুন মুখের মধ্যে রয়েছে আর্শদীপ সিং, ফারেস আর্নাউট, মার্ক ভ্যালিয়েন্ট, আয়ুশ ছেত্রী, নোহ সাদাউই, আইকার গুর্টোস্কেনা এবং আলভারো ভাজকোয়েজ। গোলকিপার আছে তিনজন। ধীরজ সিং, আর্শদীপ সিং এবং ঋত্বিক তিওয়ারি। রক্ষণভাগের জন্য ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন, সেরিটন ফার্নান্ডেজ, লিয়েন্ডার ডি চুনহা, আনওয়ার আলী, মার্ক ভ্যালিয়েন্ট, লেসলি রেবেল্লো, স্যান্সন পেরেরা, সেভিয়ার গামা, ফারেস আর্নাউট এবং আইবানভা ধোলিং।

মাঝমাঠের দায়িত্বে থাকবেন আয়ুশ ছেত্রী, এডু বেদিয়া, মহম্মদ নেমিল, মাকান ছোটে, গ্ল্যান মার্টিন, ব্রিসন ফার্নান্ডেজ, এইচপি লালরেম্রুয়াটা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, রিদীম ল্যাঙ, প্রিন্সেটন রেবেল্লো এবং ফ্রাঙ্কি ভুয়ম।

আক্রমণভাগে থাকছেন, সাদাউই, আলভারো ভাজকেজ, আইকার গুর্টোস্কেনা এবং দেবেন্দ্র মুরগাওকর। গোয়ার কোচ হলেন, কার্লোস পেনা, গৌরামাঙ্গি সিং ( সহকারী কোচ), গোর্খা আজকোরা (সহকারী কোচ), জুয়েল ডন্স এবং গোলকিপিং কোচ এডুয়ার্ড ক্যারেরা। উল্লেখ্য, এইবারের আইএসএল শুরু হচ্ছে ৭ অক্টোবর থেকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in