

ইন্ডিয়ান সুপার লীগে নিজের দল এফসি গোয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মিডফিল্ডার এডু বেদিয়া। গোয়ার সাথে তাঁর এক অদ্ভুত রকমের সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন তিনি।
আইএসএলে সফল বিদেশী খেলোয়াড়দের মধ্যে এডু বেদিয়া একজন। এফসি গোয়ার এই মিডফিল্ডার নিজের দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন। এবিষয়ে কোনও সন্দেহ নেই। দলের সাথে তাঁর ঠিক কেমন সম্পর্ক এবার তা নিয়ে মুখ খুললেন গোয়ার তারকা মিডফিল্ডার। তিনি বলেন, 'এই মুহূর্তে এফসি গোয়া আমার কেরিয়ারে শুধুমাত্র একটা ক্লাব নয়। আমার সাথে বিশেষ কিছুভাবে জড়িয়ে আছে। এই ক্লাবে আমার ৬ বছর হল। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। শুধু ক্লাবেই নয় আইএসএলেও একাধিক বদল হয়েছে।'
তাঁর কথায়, এখন আমরা শেষ মরশুমের কথা ভুলে নতুন করে প্রি-সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
চলতি মরশুমে দলের তিন স্প্যানিশ খেলোয়াড় সম্পর্কেও বেশ কিছু তথ্য সকলের সামনে আনলেন। বেদিয়া বলেন, তিনজনকেই আমি ভালো করে চিনি। কারণ আমি এর আগে তাঁদের বিরুদ্ধে স্পেনে খেলেছি। তাঁরা সকলেই ভালো ফুটবল প্লেয়ার। এখানে এসে মানিয়ে নিতে একটু সমস্যা হবে। এটা কঠিন হলেও প্রফেশন্যাল ফুটবলে খুবই সাধারণ ব্যাপার।
গোয়ার মিডফিল্ডারকে আরও বলতে শোনা যায়, এই বছর দর্শকের সামনে খেলাটা খুবই আনন্দের। কারণ গত ২ বছর করোনার জন্য ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয়েছিল। মাঠে দর্শক থাকার ফলে গোয়া সহ অন্যান্য দলগুলিরও মনোবল আরও বাড়বে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন