IFA Shield: দুই বাংলাকে নিয়ে আগামী বছর আইএফএ শিল্ড! কবে থেকে শুরু হচ্ছে জানেন?

People's Reporter: আগামী বছর জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড। নতুন বছরের শুরুতেই এপার বাংলা এবং ওপার বাংলা এক হয়ে যাবে এই আইএফএ শিল্ডে।
বাংলাদেশের দুই ক্লাব কর্তার সাথে অনির্বাণ দত্ত (মাঝে)
বাংলাদেশের দুই ক্লাব কর্তার সাথে অনির্বাণ দত্ত (মাঝে)ছবি - সংগৃহীত

আগামী বছর জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড। শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে পড়শি দেশ বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

রবিবার ঢাকায় আইএফএ সচিব অনির্বাণ দত্ত, বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার বারের বিজয়ী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও বাংলাদেশের ফেডারেশন কাপ বিজয়ী ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। দুজনেই সম্মতি জানিয়েছেন।

বাংলাদেশের দুই সেরা দল ছাড়া আরও একটি ক্লাবের এই প্রতিযোগিতায় আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই এপার বাংলা এবং ওপার বাংলা এক হয়ে যাবে এই আইএফএ শিল্ডে।

প্রসঙ্গত,গত মাসে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন ফুটবলার আসলাম। তিনি সেই সময় বলেছিলেন, "বাংলাদেশের ফুটবলে এখন রাজ করছে বসুন্ধরা কিংস। ফুটবল দল গড়ার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সব ক্লাবকে পিছনে ফেলে দিয়েছে। টানা চার বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন হয়েছে।" সেই দিক দিয়ে দেখতে গেলে আইএফএ সচিব বাংলাদেশের সেরা দলকেই শিল্ডে আনছেন।

বাংলাদেশের দুই ক্লাব কর্তার সাথে অনির্বাণ দত্ত (মাঝে)
Novak Djokovic: জকোভিচের দখলে ইউএস ওপেন, ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নয়া রেকর্ড
বাংলাদেশের দুই ক্লাব কর্তার সাথে অনির্বাণ দত্ত (মাঝে)
Neymar: কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের শীর্ষ গোলদাতা নেইমার জুনিয়র!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in