'আমরা ভিখারি নই, যেতে চাইলে চলে যাক' - ইনভেস্টর এবং মহামেডান স্পোর্টিং কর্তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে

মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানান, 'আগেও তো এমন হয়েছে। বিভিন্ন ইনভেস্টর এসেছে চলে গেছে। বাঙ্কারহিল যদি মনে করে চলে যেতে পারে। এত বছর বাঙ্কারহিল ছিল না ক্লাব কি চলেনি? চলেছে তো'।
ইনভেস্টর ও ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চরমে
ইনভেস্টর ও ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চরমেছবি - সংগৃহীত

আগামী মরসুমে মহামেডান স্পোর্টিং কি অন্ধকারে! জানা যাচ্ছে ক্লাব ছাড়ার পথে ইনভেস্টর বাঙ্কারহিল। দল পরিচালনার ক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাব কমিটির বিভিন্ন সদস্যের হস্তক্ষেপকে ভালোভাবে নেননি ইনভেস্টররা।

শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে মেজরিটি শেয়ার দাবি করছে বাঙ্কারহিল। সেইসঙ্গে, একেবারে তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতি চাইছেন তাঁরা। সবমিলিয়ে বেশ কিছু ভালো পরিকল্পনা ছিল তাঁদের। এই নিয়ে একমত ছিল না ক্লাব কর্তারা। তবে এই নিয়ে বিচলিত নয় সাদা কালো কর্তারা।

সোমবার মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানান, 'আগেও তো এমন হয়েছে। বিভিন্ন ইনভেস্টর এসেছে, চলে গেছে। বাঙ্কারহিল যদি মনে করে তাহলে চলে যেতে পারে। এত বছর বাঙ্কারহিল ছিল না ক্লাব কি চলেনি? চলেছে তো। ভালোভাবেই চলেছে। আমাদের কর্মকর্তারা চালিয়েছে। একটা উপায় হবে নিশ্চয়। এটা একটা হেরিটেজ ক্লাব। আমরা ভিখারি নই।'

মহামেডান শীর্ষকর্তা কামারুদ্দিনও একমত ক্লাব সভাপতির সঙ্গে। তিনি বলেন, 'কোয়েস চলে যাওয়ায় ইস্টবেঙ্গল কি উঠে গিয়েছিল? মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে তো ওরা ক্লাব চালিয়েছে। আমাদের ক্লাবও এত বছর ইনভেস্টর ছাড়া চলেছে। এটা ঠিক আমাদের আইএসএল খেলার বিষয় আছে। তবে আমাদের কমিউনিটি আছে, মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী আছে। আমাদের ক্লাব রেড রোডের ধারে নেমে যাবে না এটুকু বলতে পারি।'

ইনভেস্টর ও ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চরমে
CFL: ৪ বছর পরে তিন প্রধান নিজেদের মাঠেই খেলবে কলকাতা লিগ!
ইনভেস্টর ও ক্লাবের মধ্যে দ্বন্দ্ব চরমে
Sunil Chhetri: নিজের উত্তরসূরীকে বেছে নিলেন সুনীল ছেত্রী!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in