মেলবোর্ণে প্যাট কামিন্স
মেলবোর্ণে প্যাট কামিন্সছবি ক্রিকেট অস্ট্রেলিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

The Ashes: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড, রেকর্ড জো রুটের

রুট ফেরার পর স্টোকস ও বেয়ারিস্টো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। স্টোকস ২৫ রান করেন এবং বেয়ারিস্টোর ব্যাটে আসে ৩৫ রান। সবমিলিয়ে ১৮৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
Published on

অ্যাসেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আবারও মুখ থুবড়ে পড়লো ইংল্যান্ড। কামিন্স-স্টার্কের পেস এবং নাথান লিওনের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৮৫ রানেই অল আউট হয়ে যায় ব্রিটিশরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩৮ রান করে ফিরে গেছেন জিমি অ্যান্ডারসনের শিকার হয়ে।

মেলবোর্নের দর্শক ঠাসা স্টেডিয়ামে বক্সিং ডে'তে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় রুট বাহিনী। ওপেনার হাসিব হামিদ (০) এবং জ্যাক ক্রলেই (১২) ফিরে যান দ্রুত। দুই ওপেনারকেই ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিন নম্বর উইকেট টিও নেন কামিন্স। ডেভিড মালানকে ফেরান ১৪ রানে।

ব্রিটিশ অধিনায়ক জো রুটের ব্যাটে আসে অর্ধশতরান। মেলবোর্নে এদিন অনবদ্য এক রেকর্ড গড়লেন রুট। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে টপকে এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসাবে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়লেন তিনি। ২০০৮ সালে এক ক্যালেন্ডার বর্ষে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ।

রুট ফিরে যাওয়ার পর স্টোকস ও বেয়ারিস্টো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ তাঁরা দাঁড়াতে পারেননি। স্টোকস ২৫ রান করেন এবং বেয়ারিস্টোর ব্যাটে আসে ৩৫ রান। সবমিলিয়ে ১৮৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অজি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি উইকেট নিয়ে একা হাতে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডের টপ অর্ডার। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন নাথান লিওন। জোড়া উইকেট এসেছে স্টার্কের ঝুলিতে।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা রানের জবাবে শুরুটা ভালোই করেছে অস্ট্রেলিয়া। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান স্কোর বোর্ডে যোগ করেছে। ডেভিড ওয়ার্নার ৩৮ রান করে ফিরে গেছেন। বাইশ গজে অপরাজিত রয়েছেন মার্কাস হ্যারিস (২০*) ও নাথান লিওন (০*)।

মেলবোর্ণে প্যাট কামিন্স
The Ashes: ঐতিহাসিক অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ ইংল্যান্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in