Joe Root: ভনকে টপকে গিয়েছেন, পন্টিং থেকে ৪ রান, শচীন থেকে ২২ রান দূরে রুট

অ্যাশেজের গাব্বা টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৮৬* রানে অপরাজিত রয়েছেন জো রুট। এর সাথে সাথেই ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়েছেন রুট।
জো রুট
জো রুটছবি ICC-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অ্যাশেজের গাব্বা টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৮৬* রানে অপরাজিত রয়েছেন জো রুট। এই রান করার সাথে সাথেই ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়ে ফেলেছেন রুট। ২০০২ ক্যালেন্ডার ইয়ারে ১৪৮১ রান করেছিলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। সেই রান টপকে গেছেন রুট।

২০২১ ক্যালেন্ডার ইয়ারে এখনও পর্যন্ত ১৫৪১ রান সংগ্রহ করেছে রুট। তিনি টেস্টের ইতিহাসে সপ্তম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ১৫০০ রানের মাইলস্টোন টপকে গিয়েছেন। আর ২২ রান সংগ্রহ করতে পারলেই কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে টপকে অনবদ্য নজির গড়বেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে সবথেকে বেশি রান সংগ্রহকারীর তালিকায় পঞ্চম স্থানে উঠে আসবেন রুট। ২০১০ সালে টেস্টে ১৫৬২ রান সংগ্রহ করেছিলেন সচিন।

এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ডটি রয়েছে পাকিস্তানের মহম্মদ ইউসুফের অধীনে। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান সংগ্রহ করেছিলেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভ রিচার্ডস। তিনি ১৯৭৬ সালে ১৭১০ রান করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। ২০০৮ সালে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। ২০১২ সালে ১৫৯৫ রান করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মাইকেল ক্লার্ক। আর মাত্র ৪ রান করলেই ২০০৫ সালে টেস্টে ১৫৪৪ রান সংগ্রাহকারী অজি কিংবদন্তী রিকি পন্টিংকেও পেছনে ফেলবেন রুট।

ব্রিসবেনের গাব্বায় প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষর সামনে কড়া চ্যালেঞ্জ রাখার মহল তৈরি করছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর থেকে আর ৫৮ রান দূরে রয়েছে ইংল্যান্ড। ব্রিটিশ লায়ন্সদের রানের ঘোড়া এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট এবং ডেভিড মালান জুটি। শুক্রবারের খেলা শেষে রুট অপরাজিত রয়েছেন ৮৬* রানে এবং মালান ৮০* রানে।

জো রুট
BCCI: বিসিসিআই-এর নীট সম্পদ বেড়ে ১৮,০১১ কোটি টাকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in