
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তবে ম্যাচ হারলেও বিরাট বিরাট ছয় মেরে মন জয় করে নিলেন দর্শকদের।
কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচই ছিল রাসেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাসেল। ২টি চার এবং ৪টি ছয় মারেন তিনি। এই ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫.২ ওভারেই ১৭৩ রান তুলে ম্যাচ জিতে নেয় অজিরা। সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
খেলা শেষে রাসেল বলেন, "আমি শুধু ধন্যবাদ জানাতে চাই সাবিনা পার্কের মানুষদের এবং WICB-কে, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ঘরের দর্শকদের সামনে খেলতে পেরে খুশি। ফলাফল আমাদের পছন্দ হয়নি। তবে এত ম্যাচ খেলতে পেরে গর্বিত এবং ভবিষ্যতে দলের জন্য শুভকামনা জানাই। সকলকে সমর্থনের জন্য ধন্যবাদ"।
রাসেল আরও বলেন, "আমার দুটি বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ে যাচ্ছে। দেখছিলাম আমাদের পতাকা উপরে উঠছে। কিন্তু দিনের শেষে আমার মনে হয় এগিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের দলে নতুন প্রতিভা আসছে। শেফার্ড, রাদারফোর্ড, আলজারি এবং হোল্ডারদের যথেষ্ট সামর্থ্য আছে।"
২০১১ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় রাসেলের। ২০১৯ সাল থেকে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলছিলেন। তিনি ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২২.০০ গড়ে ১,৪৬৫ রান করেন। স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত ১৬৩.০৮। বল হাতে তিনি নেন ৬১টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৩/১৯।
শেষ ম্যাচে রাসেলকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়, যা তাঁর অসামান্য কেরিয়ারের প্রতি এক গভীর শ্রদ্ধার প্রতীক। একটি বিশেষ পুরস্কারও দেওয়া হয় তাঁকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন