ENG Vs PAK: 'ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে দান করব' - বেন স্টোকস

তিনি এও বলেন, প্রথম বার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আসার অভিজ্ঞতা দারুণ। ১৭ বছর পরে ইংল্যান্ড আবার পাকিস্তানে খেলতে এসেছে।
বেন স্টোকস
বেন স্টোকসছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। দুই দেশের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর সিরিজের উদ্বোধনী ম্যাচ। তার আগেই সোমবার ইংল্যান্ড অধিনায়ক জানালেন, তিনি পুরো সিরিজ থেকে প্রাপ্ত তাঁর ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গত মানুষদের সাহায্যে দান করবেন।

ট্যুইটারে স্টোকস লেখেন, "আমি টেস্ট সিরিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে দান করব। প্রথম বার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আসার অভিজ্ঞতা দারুণ। ১৭ বছর পরে ইংল্যান্ড আবার পাকিস্তানে খেলতে এসেছে। ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ প্রত্যেকের কিছু দায়িত্ব রয়েছে।"

স্টোকস আরও লেখেন, "এই বছর বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এই দেশের মানুষরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা দেখে খুব খারাপ লাগছে। খেলা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি মনে করি যে ক্রিকেটের বাইরেও কিছু ফিরিয়ে দেওয়াই সঠিক"।

স্টোকসের দেওয়া অনুদান পাকিস্তানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্নির্মাণে সাহায্য করবে বলে আশা করেছেন ব্রিটিশ অধিনায়ক। ২০০৫ সালের পর ফের পাকিস্তানে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। মুলতানে ৯ ডিসেম্বর থেকে রয়েছে দ্বিতীয় টেস্ট। ১৭ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট খেলা হবে করাচিতে।

বেন স্টোকস
Vijay Hazare Trophy: ১ ওভারে ৭ ছয়! ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির রুতুরাজের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in