

শেষ টেস্ট জিতলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংসে শীর্ষস্থান হারালো ভারত। রোহিতদের টপকে প্রথম স্থানে উঠে এলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেটিং ১১৮।
এত দিন ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ স্থানে ছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত হওয়া আইসিসি র্যাঙ্কিংসে দেখা যায় ৩০ ম্যাচে ৩৫৩৪ পয়েন্ট এবং ১১৮ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ভারত ৩২ ম্যাচ খেলে ৩৭৪৬ পয়েন্ট এবং ১১৭ রেটিং নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
আইসিসির তরফ থেকে বলা হয়েছে, 'ঘরের মাঠে পর পর দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই কারণেই প্রথম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করায় দ্বিতীয় স্থানে নেমেছে'।
তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯৪১ এবং রেটিং ১১৫। চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ২৪ ম্যাচে পয়েন্ট ২৫৩৬ এবং রেটিং ১০৬। ২৬ ম্যাচে ২৪৭১ পয়েন্ট এবং ৯৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে। ২৫ ম্যাচে তাদের রেটিং ৯২ এবং পয়েন্ট ২৩০৪।
অন্যদিকে আইসিসি টেস্টে ব্যাটারদের তালিকায় ৪ ধাপ ওপরে উঠে নবম স্থানে এলেন বিরাট কোহলি। বিরাটের রেটিং ৭৬১। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম দশে আছেন কোহলি। ৪ ধাপ নেমেছেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের বর্তমান রেটিং ৭১৯ এবং স্থান ১৪। টেস্টে প্রথম তিন ব্যাটার হলেন, কেন উইলিয়ামসন (৮৬৪), ইংল্যান্ডের জো রুট (৮৫৯) এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮২০)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন