IND vs SA: কেপটাউনে সবথেকে 'ছোটো' টেস্টে ইতিহাস লিখলো ভারত! অধিনায়ক হিসেবে রোহিতের মুকুটে নয়া পালক

People's Reporter: কেপটাউনে এই প্রথম কোনো টেস্ট জিতলো ভারত। এর আগে ১৯৯৩ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ড্র হয়েছিল।
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করলো ভারত
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করলো ভারতছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল

কেপটাউনে ইতিহাস লিখলো ভারত। প্রথম টেস্ট হারের পর বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু বোলারদের আগুনে পারফর্ম্যান্সের ওপর ভর করে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে দুরন্ত জয় পেল রোহিত অ্যান্ড কোম্পানি। এই প্রথম কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনো টেস্ট জিতলো ভারত। এছাড়া দ্বিতীয় টেস্ট ম্যাচটাই ছিল ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বলের টেস্ট।

ভারতীয় ক্রিকেট দল সব সময়ই দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজেও প্রথম ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংস থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে সিরাজ ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ ৬১ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেন।

কেপটাউনে এই প্রথম কোনো টেস্ট জিতলো ভারত। এখনও পর্যন্ত রোহিত শর্মাই একমাত্র ভারত অধিনায়ক যিনি কেপটাউনে টেস্ট ম্যাচ জিতলেন। এর আগে ১৯৯৩ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ড্র হয়েছিল। তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারুদ্দিন। ১৯৯৭ সালে ২৮২ রানে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ছিলেন শচীন তেন্ডুলকর। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ৫ উইকেটে হেরেছিল প্রোটিয়াদের কাছে। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে টেস্ট ম্যাচ ড্র করেছিল ভারত। ২০১৮ সালে ৭২ রানে এবং ২০২২ সালে ৭ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ওই দু'বারই ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

এছাড়া এই টেস্ট ম্যাচটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বল হওয়া টেস্ট ম্যাচ। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়েছিল ৬৫৬ বলে। এটিই ছিল এতদিন সবথেকে কম বলে শেষ হওয়া টেস্ট। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শেষ হলো ৬৪২ বলে। ম্যাচ শেষে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ বলেন, আমার ক্রিকেট জীবনে খেলা সবথেকে ছোটো টেস্ট ম্যাচ।

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করলো ভারত
IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করলো ভারত
Wrestlers Protest: ভারতীয় কুস্তিতে নয়া মোড়, সাক্ষী-বজরংদের বিরুদ্ধে পথে নামল শতাধিক জুনিয়র কুস্তিগীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in