Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১০ টেস্ট সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার রেকর্ড স্পর্শ ভারতের

People's Reporter: ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ হেরেছিল ভারত। তারপর থেকে ২৩ বছর টানা ১০টি টেস্ট সিরিজ জিতেছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতেরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার রেকর্ড স্পর্শ করল ভারত। এই সিরিজ নিয়ে একটি দলের বিরুদ্ধে টানা ১০টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ হেরেছিল ভারত। তারপর থেকে ২৩ বছর টানা ১০টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। এর আগে ১৯৯৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টানা ১০টি টেস্ট সিরিজ জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। এবার সেই রেকর্ডে ভাগ বসালো টিম ইন্ডিয়া।

২০০০-২০২২ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অস্ট্রেলিয়া টানা ৯টি টেস্ট সিরিজ জিতেছিল। ১৯৮৯-২০০৩ পর্যন্ত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৮টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল।

এছাড়া ২০১১ সালের পর এই প্রথম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট পঞ্চম দিনে গেল। যদিও প্রথম সেশনেই ম্যাচ জিতে যায় ভারত। অধিনায়ক হিসেবে এটাই প্রথম টেস্ট সিরিজ জয় করলেন শুবমন গিল। প্রথম টেস্ট সিরিজ (ইংল্যান্ডের বিরুদ্ধে) ড্র করেন অধিনায়ক শুবমন।

প্রথম টেস্টে ১৬২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা। ১৪৬ রানেই শেষ হয় ক্যারিবিয়নদের ইনিংস। প্রথম টেস্ট ১ ইনিংস ও ১৪০ রানে জিতে নেন শুবমনরা।

দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রানে ডিক্লেয়ার করে ভারত। জবাবে ২৪৮ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনের কারণে পুনরায় ব্যাট করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাট করেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল (১১৫), শাই হোপ (১০৩), জাস্টিন গিভস (৫০) এবং পেসার সিলস (৩২)। দ্বিতীয় টেস্ট ভারত ৭ উইকেটে জিতে যায়।

প্লেয়ার অফ দ্য সিরিজ হন রবীন্দ্র জাদেজা। তিনি একটি সেঞ্চুরি সহ মোট ৮টি উইকেট নিয়েছেন। দুই টেস্টে সর্বাধিক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তিনি মোট ১২টি উইকেট সংগ্রহ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের
IND vs WI Test: দুরন্ত ক্যাম্পবেল, ২২ বছর পর ভারতের মাটিতে সেঞ্চুরি কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের
Ranji Trophy: বুধবার শুরু রঞ্জি, চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট বাংলার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in