IPL 2023: নাইট তারকা রিঙ্কু সিং-র আইডল কে জানেন?

ইডেনে সাংবাদিক সম্মেলনে রিঙ্কু জানান, উত্তরপ্রদেশের হয়ে সুরেশ রায়নাও একই ভূমিকা পালন করেছেন। তিনি আমার আদর্শ।
রিঙ্কু সিং
রিঙ্কু সিংছবি - সংগৃহীত
Published on

আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটন্সের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে যশ দয়ালকে ৫ বলে ৫ টি ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতানোর পর থেকে একপ্রকার নায়ক হয়ে গেছেন রিঙ্কু সিং। এই জয় যে সহজ নয় সেটা প্রমাণ করেছেন রিঙ্কু সিং।

এরপর ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন নায়ক রিঙ্কু। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। রিঙ্কুর পরিকল্পনা কী? কাকে আইডল করে এগোন তিনি?

বৃহস্পতিবার ইডেনে সাংবাদিক সম্মেলনে রিঙ্কু জানান, "আমি সে ভাবে কাউকে আদর্শ হিসেবে দেখিনি। কী বলি বলুনতো? তবে উত্তরপ্রদেশের হয়েও যেহেতু আমি ৪-৫ নম্বরে ব্যাট করি, সেদিক থেকে এই ধরণের চাপ নিতেই হয়। বলতে গেলে, উত্তরপ্রদেশের হয়ে সুরেশ রায়নাও একই ভূমিকা পালন করেছেন। তিনিই আমার আদর্শ।"

তিনি আরও বলেন, "কলকাতায় চেন্নাই সুপার কিংসের ম্যাচের শেষে মাহি ভাইকে (মহেন্দ্র সিং ধোনি) জিজ্ঞেস করেছিলাম, আমি আর কী করতে পারি? আমাকে বলেছিলেন, বোলারকে ওঁর পরিকল্পনা মতো বোলিং করতে দাও। নিজে বেশি কিছু ভাবলেই সমস্যা। শুধু টিকে থাকতে হবে।"

রিঙ্কু আরও বলেন, "কী করেছি ভুলে যেতে চাই। আমাদের দলের সবাই খুব চাপে রয়েছে। আমাদের প্রত্যেক ম্যাচ জিততে হবে। সেই অনুযায়ী মাথা ঠান্ডা রেখে এগোতে চাই।"

অন্যদিকে এদিনই রিঙ্কুর হাত দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের সই করা জার্সি তুলে দিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে। যে জার্সি শোভা পাবে ক্লাবের স্পোর্টস মিউজিয়ামে।

রিঙ্কু সিং
সফল অস্ত্রোপচার রাহুলের, বিশ্বকাপে খেলতে পারবেন তারকা ব্যাটার?
রিঙ্কু সিং
IPL 2023: ছিটকে গেলেন জোফরা আর্চার, মুম্বই দলে এলেন ক্রিস জর্ডন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in