

চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক বিদেশী খেলোয়াড়। মুম্বই ইন্ডিয়ান্সের ইংলিশ পেসার জোফরা আর্চার তাঁর পুরোনো চোটের সমস্যায় ভুগছেন। যে কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, কনুইয়ের অস্ত্রোপচার করতে হবে তাঁর। আর্চারের পরিবর্তে মুম্বই দলে এলেন ক্রিস জর্ডন।
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ট্যুইট করে জানায়, "ক্রিস জর্ডন বাকি মরশুমের জন্য এমআই দলে যোগ দেবেন। জোফরা আর্চারের ফিটনেস ইসিবি পর্যবেক্ষণ করছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন জর্ডন। জোফরা তাঁর পুনর্বাসনে ফোকাস করার জন্য দেশে ফিরছেন।"
২০১৬ সালে আইপিএলে অভিষেক ঘটে জর্ডনের। এখনও পর্যন্ত ২৮ টি আইপিএল ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৭ টি উইকেট। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৮৭ টি টি-টোয়েন্টি ম্যাচ এবং উইকেট নিয়েছেন ৯৬ টি।
২০২১ সালে চোট পেয়েছিলেন আর্চার। তারপর থেকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সহ অন্য গুরুত্বপূর্ণ খেলা থেকে বাদ পড়েন তিনি। এই মরশুমেই নিজের চোট কাটিয়ে মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন জোফরা। সবমিলিয়ে চলতি আইপিএলে পাঁচ ম্যাচে বল হাতে দেখা যায় তাঁকে। নিজেকে এবার সেভাবে মেলে ধরতে পারেননি। উইকেট নিয়েছেন দুটি।
মঙ্গলবার চলতি আইপিএলের ৫৪ তম ম্যাচে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই এই আইপিএলে দশটি করে ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। দুই দলেরই পয়েন্ট দশ। তবে রান রেটের ভিত্তিতে আরসিবি রয়েছে ষষ্ঠ স্থানে এবং মুম্বই অষ্টম স্থানে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন