সফল অস্ত্রোপচার রাহুলের, বিশ্বকাপে খেলতে পারবেন তারকা ব্যাটার?

চলতি বছরের শেষের দিকেই ভারতে আসর বসছে বিশ্বকাপের। তার আগে রাহুল সুস্থ হয়ে উঠবেন কিনা, সেবিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
লোকেশ রাহুল
লোকেশ রাহুলফাইল ছবি সংগৃহীত

১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান ঊরুতে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। যে কারণে বাকি আইপিএলের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল থেকেও ছিটকে যান তিনি। সেই ডান ঊরুতে সফল অস্ত্রোপচার করা হলো রাহুলের। তারকা ব্যাটার নিজেই জানিয়েছেন সফল অস্ত্রোপচারের কথা। এখন ভালো আছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, "হ্যালো সবাই, আমার অস্ত্রোপচার ভালো ভাবে হয়েছে এবং সফল। সব কিছু সুষ্টু ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাই। আমি এবার পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায়। সেরা ছন্দে মাঠে ফিরে আসার ব্যাপারে বদ্ধপরিকর।"

আরসিবির বিপক্ষে চোট পাওয়ার পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, রাহুলের অস্ত্রোপচারের প্রয়োজন। সে কারণে দেরি না করেই অস্ত্রোপচার করা হয়। ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন তিনি। ঠিক কবে রাহুল সুস্থ হয়ে ফিরবেন সেবিষয়ে কিছু জানা যায়নি। চলতি বছরের শেষের দিকেই ভারতে আসর বসছে বিশ্বকাপের। তার আগে রাহুল সুস্থ হয়ে উঠবেন কিনা, সেবিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে থাকছেন না রাহুল। তাঁর পরিবর্তে ইশান কিষাণকে ভারতীয় দলে নেওয়া হয়েছে। অন্যদিকে রাহুল ছিটকে যাওয়ায় লখনউয়ের অধিনায়কত্ব সামলাচ্ছেন ক্রুণাল পাণ্ডিয়া।

লোকেশ রাহুল
ICC World Cup 2023: বৃষ্টিতে ভেসে গেলো আয়ারল্যান্ডের ভাগ্য, সরাসরি যোগ্যতা অর্জন করলো দ: আফ্রিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in