

আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। গত অলিম্পিকের থেকে এইবার বেশি পদক জয়ের আশা করছে ভারত। বিভিন্ন বিভাগ থেকে পদক জয়ের আশা জাগাচ্ছেন এই অ্যাথলিটরা।
১৫ দিন পর ফ্রান্সের প্যারিসে শুরু হবে ২০২৪ অলিম্পিক। ভারতীয় অ্যাথলিটরা মুখিয়ে রয়েছেন বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করতে। দেশের জন্য পদক জিততে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। এবার ভারতের হয়ে পদক জয়ের আশা জাগাচ্ছেন যাঁরা এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের তালিকা।
নীরজ চোপড়া -
এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন ভারতের 'গোল্ডেন বয়' নীরজ চোপড়া। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের একমাত্র সোনা এসেছিল তাঁর হাত ধরেই। তাঁর অসাধারণ জ্যাভলিন থ্রোয়ের কারণে দেশকে গর্বিত করেছিলেন তিনি। ২০২৪ অলিম্পিকেও তাঁর দিকে নজর রয়েছে সকলের।
পিভি সিন্ধু -
মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টনে আশা জাগাচ্ছেন সিন্ধু। তাঁর হাত থেকেও দেশের জন্য পদক আসতে পারে।
ভারতীয় পুরুষ হকি দল -
পুরুষ হকি দল নিয়ে আশায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। সকলেই মনে করছেন হকি দলও ভারতের হয়ে পদক জিতবে।
চিরাগ-সাত্বিক জুটি -
বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের এই ডবলস জুটি। পুরুষদের ব্যাডমিন্টন বিভাগে এই জুটির হাত ধরে আসতে পারে পদক।
মীরাবাঈ চানু -
মহিলাদের ৯০ কেজি ভারোত্তোলন বিভাগে অংশ নিচ্ছেন মীরাবাঈ চানু। প্যারিস অলিম্পিকে তিনি পদক জয়ের অন্যতম দাবীদার।
নিখাত জারিন -
দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এই প্রথম অলিম্পিকে নামবেন। অভিষেক অলিম্পিকে তাঁর গলায় পদক দেখতে চাইছেন দেশের জনগণ। এছাড়াও আরও অনেকেই আছেন যাঁদের হাত থেকে পদক আসতে পারে।
২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে একমাত্র সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো)। মীরাবাঈ চানু (মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন) এবং রবি কুমার দাহিয়া (পুরুষদের ৫৭ কেজি কুস্তি বিভাগ) জিতেছিলেন রুপোর পদক। লভলিনা (মহিলাদের বক্সিং), পিভি সিন্ধু (মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টন), বজরং পুনিয়া (পুরুষদের ৬৫ কেজি কুস্তি বিভাগ) এবং ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল।
উল্লেখ্য, এবারে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু। তাঁর সাথেই থাকবেন শরথ কমল। এই অলিম্পিকের শেফ দ্য মিশন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গগণ নারাং-র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন