

চলতি বিশ্বকাপে ছন্দে নেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ৬ ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন তিনি। তারপরেও বিরাটকে নিয়ে চিন্তায় ইংল্যান্ড কোচ ম্যাথ্যু মট।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। সেমির লড়াইয়ে ভারতকে ভাবাচ্ছে বিরাট কোহলির ফর্ম। শুধু ভারতই নয় প্রতিপক্ষ ইংল্যান্ড কোচের চিন্তার কারণও বিরাট। ইংল্যান্ড কোচ বলেন, "দীর্ঘ সময় ধরে নিজের জাত চিনিয়ে আসছেন বিরাট কোহলি। তিনি এমন একজন প্লেয়ার যার জন্য বাড়তি প্রস্তুতি নিতেই হবে। আমরা সেই কাজটাই করেছি"।
তিনি আরও বলেন, "আমরা জানি কোহলি কীভাবে খেলতে পারেন। তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা অজানা নয়। ম্যাচের পরিস্থিতি যদি অন্যরকম হয়ে যায় তখনও তিনি ম্যাচ বের করতে পারেন। এই টুর্নামেন্টে আমরা এখনও বিরাটের ব্যাট থেকে বড় রান দেখিনি। কিন্তু মাথায় রাখতে হবে এটা সেমিফাইনাল। বড় ম্যাচে বড় প্লেয়াররা জ্বলে ওঠেন। আমরা আশা করছি আমাদের প্লেয়াররা ভালো খেলবে। অন্যদিকেও কোহলিও যে ভালো খেলবেন তা মাথায় রেখেই আমাদের এগোতে হবে"।
পাশাপাশি সেমিফাইনাল নিয়ে ইংল্যান্ড কোচ জানান, আমি মনে করি না যে কেউ অ্যাডভান্টেজে থেকে বা পিছিয়ে থেকে শুরু করবে। পরিস্থিতির সাথে দুই দলকেই মানিয়ে নিতে হবে। প্রকৃতিকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে আশা করছি ম্যাচের সময় বৃষ্টি হবে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন