T20 World Cup 24: এই বিশ্বকাপ না জিতলে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দিতে পারে রোহিত - সৌরভ গাঙ্গুলি
শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পরে আর টি২০ বিশ্বকাপ আসেনি ভারতের। তেমনই ২০১৩ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে ভারত। সেটাই শেষ আইসিসি ট্রফি। শেষবার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ভারতের। অন্যদিকে এইবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।
কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে বলেন, 'খাতায় কলমে ভারত শক্তিশালী দল। ওরা ফেভরিটও। কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। আশা করছি ভারত জিতবে। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৭ মাস আগেই হেরেছে। এবারেও যদি হারে রোহিত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ মারবে।'
দক্ষিণ আফ্রিকা দলকে সতর্ক করে সৌরভ বলেন, 'ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট করতে যেও না। দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি। ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে। দক্ষিণ আফ্রিকার কাছেও তো এই ফাইনাল বিরাট এক মুহূর্ত।'
বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সৌরভ বলেন, 'এটা কোনো ব্যাপার নয়। একটা টুর্নামেন্ট খারাপ যেতেই পারে। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে রান করে এসেছে ও। দ্রাবিড়, শচীনদের সঙ্গে একই সারিতে সর্বকালের সেরাদের মধ্যে আছে কোহলি।'
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

