

২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড মূল্যের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। এই বিশ্বকাপে আইসিসি ৯৩.৮০ কোটি টাকা খরচ করছে শুধুমাত্র পুরস্কারের জন্য।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২০.৪২ কোটি টাকা। রানার্স আপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১০.৬৭ কোটি টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল অর্থাৎ ইংল্যান্ড এবং আফগানিস্তান পাবে ৬.৫৬ কোটি টাকা করে। সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলি পাবে ৩.১৮ কোটি টাকা করে। অর্থাৎ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এই অর্থ পাবে।
গ্রুপ স্টেজে তৃতীয় স্থানে শেষ করা চারটি দল (পাকিস্তান, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা) পাবে ২.০৬ কোটি টাকা করে। এছাড়া বাকি ৮টি (নেপাল, উগান্ডা, নামিবিয়া, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ওমান, কানাডা এবং নেদারল্যান্ডস) দল পাবে ১.৮৭ কোটি টাকা করে। পাশাপাশি ম্যাচ পিছু জয়ের জন্য দলগুলিকে ২৬ লক্ষ করে টাকা দেওয়া হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন