

টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অঘটন। গতকাল এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দিল স্কটল্যান্ড। নিকোলাস পুরানদের ৪২ রানে হারিয়ে গ্রুপ-বি ম্যাচে বড় জয় তুলে নিয়েছে স্কটিশ দল।
হোবার্টে প্রথম দফায় ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করেছিল স্কটল্যান্ড। জবাবে ক্যারিবিয়ানরা ১৮.৩ ওভারে ১১৮ রানেই অল আউট হয়ে যায়। স্কটল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন মার্ক ওয়াট, মিচেল লিস্ক। ওয়াট ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। ১৪ রান খরচ করে জোড়া উইকেট নেন লিস্ক।
স্কটল্যান্ডকে ব্যাট হাতে একাই এগিয়ে দিয়েছিলেন জর্জ মুনসি। ওপেন করতে নেমে ৫৩ বলে ৬৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। পাশাপাশি ম্যাকলেয়ড(২৩), জোনস(২০), বেরিংটন(১৬), গ্রিভসদের(১৬*) ছোটো ছোটো ইনিংসে ভর করে লড়াইয়ের জায়গায় পৌঁছায় স্কটল্যান্ড।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে স্কটিশ বোলারদের দাপটে শুরু থেকেই ছন্দপতন ঘটে ক্যারিবিয়ান ব্যাটারদের। জেশন হোল্ডারের ৩৮ রানের ইনিংস ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বলার মতো কোনো স্কোরই নেই। হোল্ডার ছাড়া প্রথম তিন ব্যাটার কাইল মেয়ার্স(২০), ইভান লুইস(১৪) এবং ব্র্যান্ডন কিং(১৭) বাদে কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি।
নিকোলাস পুরান ৯ বলে ৫ রান করে আউট হন। ব্রুকস করেন ৯ বলে চার রান। রোভমান পাওয়াল ৬ বলে ৫ রান করে আউট হন। আকিল হোসেন ১ বলে রান করে সাজঘরে ফিরে যান। এরপরে আলজারি জোসেফ শূন্য ও ওডিন স্মিথ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২ রান করে অপরাজিত থাকেন ম্যাকওয়ে। ৪২ রানে বড় জয় তুলে নেয় স্কটল্যান্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন