IND VS AUS: চার বলে চার উইকেট! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে সমালোচকদের কড়া জবাব শামির

শেষ ওভারে পরপর চার বলে চার উইকেট তুলে নিলেন শামি। তাঁর এই দুর্দান্ত স্পেলের দৌলতে ৬ রানে ওয়ার্ম আপ ম্যাচে আত্মবিশ্বাসী জয় অর্জন করে টিম ইন্ডিয়া।
সতীর্থদের সাথে শামি
সতীর্থদের সাথে শামিছবি - BCCI-র ট্যুইটার হ্যান্ডেল

জসপ্রীত বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ায় শামিকে নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা শামিকে এই মার্কি টুর্নামেন্টে জায়গা দেওয়াটা আদৌ সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে সমালোচনা চলেছে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে। তবে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগেই কার্যত সমালোচকদের স্তব্ধ করে দিলেন বাংলার এই তারকা স্পিড স্টার। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল হাতে একপ্রকার ম্যাজিক দেখালেন শামি। অস্ট্রেলিয়ার নিশ্চিত জেতা ম্যাচের ছবি বদলে দিলেন নিজের স্টাইলেই।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা এই রান ডিফেন্ড করার জন্য বল হাতে তুলে দেন অভিজ্ঞ যোদ্ধা মহম্মদ শামির হাতে। এরপর যা ঘটলো তা কার্যত কল্পনাই করতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পরপর চার বলে চার উইকেট তুলে নিলেন শামি। তাঁর এই দুর্দান্ত স্পেলের দৌলতে ৬ রানে ওয়ার্ম আপ ম্যাচে জিতে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

ব্রিসবেনের গাব্বায় এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথম দফায় ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম দফায় ব্যাট করতে নেমে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। লোকেশ রাহুল ৩৩ বলে ৫৭ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৬ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি। দেশের জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব ৩৩ বলে ৫০ রানের মহামূল্যবান ইনিংস উপহার দেন। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ রান এবং বিরাট কোহলি ১৯ রান।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মিচেল মার্শ এবং অ্যারন ফিঞ্চের হাত ধরে ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মার্শ এদিন ১৮ বলে ঝড়ো ৩৫ রান করেন এবং ফিঞ্চের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৭৬ রানের ইনিংস। রান পান ম্যাক্সওয়েলও (২৩)। তবে বাকি ব্যাটাররা ব্যর্থ হন। আর শেষে দুর্দান্ত স্পেলে ভারতকে জয় এনে দেন মহম্মদ শামি।

সতীর্থদের সাথে শামি
T-20 World Cup 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন! শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় নামিবিয়ার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in