CFL: এখনও IFA-র খাতায় মোহনবাগানের আগে এটিকে! কী সাফাই ফুটবল সংস্থার?

১ জুন থেকে নাম বদলে হয়েছে এটিকে মোহনবাগানের। এটিকে সরে যাওয়ার পরেও, আইএফএর অফিসিয়াল পেজে কলকাতা লিগে গ্রুপ বিন্যাস টিমের তালিকায় লেখা এটিকে মোহনবাগান।
মোহনবাগানের নাম নিয়ে বিতর্ক
মোহনবাগানের নাম নিয়ে বিতর্কগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

১ জুন থেকে নাম বদলে হয়েছে এটিকে মোহনবাগানের। এখন নতুন নাম মোহনবাগান সুপার জায়েন্টস। এটিকে সরে যাওয়ার পরেও, আইএফএর অফিসিয়াল পেজে কলকাতা লিগে গ্রুপ বিন্যাস টিমের তালিকায় লেখা এটিকে মোহনবাগান। ফলে প্রশ্নের মুখে বঙ্গ ফুটবল সংস্থার ভূমিকা।

মোহনবাগানের আগে এটিকে নাম দেখে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। কেন এমন হল? আইএফএর তরফে জানানো হয়েছে, এটিকে মোহনবাগানের নাম পরিবর্তন‌ হয়েছে সেটা অফিসিয়ালি বাংলার ফুটবল সংস্থাকে জানানো হয়নি। ভবিষ্যতে নাম পরিবর্তন সংক্রান্ত তথ্য আইএফএতে নথিভুক্ত হলে তারা নতুন নাম ব্যবহার করবে।

যদিও শোনা যাচ্ছে লিগ শুরু হওয়ার আগেই অফিসিয়াল চিঠি আইএফএকে দিয়ে মোহনবাগান সুপার জায়েন্টস নাম করে দেওয়া হবে। কলকাতা লিগে মোহনবাগান তাঁদের ইয়ুথ টিম খেলাবে। ২৫ জুন শুরু লিগ। সূত্রের খবর, উদ্বোধনী ম্যাচ মোহনবাগান মাঠেই হবে। গঙ্গাপাড়ের ক্লাবের প্রতিপক্ষ হবে পাঠচক্র।

কলকাতা লিগের দুটি গ্রুপ –

গ্রুপ 'এ' – মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্রও সিএফসি।

গ্রুপ 'বি' – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।সোমবার আইএফএ কর্তারা প্রিমিয়ার ডিভিশন ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করে লটারির মাধ‍্যমেই গ্রুপ তৈরি করা হয়। মঙ্গলবার সভায় ঠিক হয়, এই বছর থেকে ভূমিপুত্রদের খেলানোটা বাধ‍্যতামূলক থাকছে না।

মোহনবাগানের নাম নিয়ে বিতর্ক
CFL: কলকাতা লিগের গ্রুপ বিন্যাস চূড়ান্ত, দুই প্রধান কোন গ্রুপে? দেখে নিন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in