
টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ রানেই শেষে হয়ে গেল লঙ্কানদের প্রথম ইনিংস। এখনও পর্যন্ত টেস্টে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন রান। অন্যদিকে টেস্ট কেরিয়ারে সেরা বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে মাত্র ৪২ রানেই শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস। ৫ জন ফেরেন শূন্য রানে। ৭ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। এছাড়া ২টি উইকেট পান জেরাল্ড কোয়েটজি এবং ১টি উইকেট নেন কাগিদো রাবাডা।
টেস্ট ক্রিকেটে কোনও ইনিংসে এটাই শ্রীলঙ্কার সবথেকে কম রান। এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে শেষ হয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধেই ৭৩ রান অল আউট হয়েছিল লঙ্কানরা। ২০০১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১ রানে থামতে হয়েছিল শ্রীলঙ্কাকে।
অন্যদিকে টেস্টে নিজের সেরা বোলিং করলেন মার্কো জানসেন। এই টেস্টে প্রথম ইনিংসে ১৩ রানের বিনিময়ে ৭ উইকেট নেন মার্কো জানসেন। টেস্ট কেরিয়ার এটার তাঁর সেরা বোলিং স্কোর। এর আগে ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানের বিনময়ে ৫ উইকেট নিয়েছিলেন। ওই বছরই জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে ৩১ রানের বদলে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেছে। ১৪ রানে অপরাজিত রয়েছেন টনি জর্জি এবং ৯ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন