UEFA Champions League: এমবাপ্পের পেনাল্টি মিস, ১৫ বছর পর লিভারপুলের কাছে হার রিয়াল মাদ্রিদের
১৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল। ২-০ গোলে জয় পান মহম্মদ সালহারা। ম্যাক অ্যালিস্টার এবং কডি গ্যাকপোর গোলের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় ১৫ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ।
বুধবার মধ্যরাতে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চলতি মরসুমে খুব একটা ভালো ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। বিশেষ করে এমবাপ্পের ফর্ম চিন্তায় রেখেছে কার্লো আনসেলোত্তিকে। তার উপর গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি মিস করেন এমবাপ্পে। গোটা ম্যাচেও ছন্দে দেখতে পাওয়া যায়নি ফরাসি তারকাকে।
শুধু এমবাপ্পেই নন, পেনাল্টি মিস করেন লিভারপুলের মহম্মদ সালহাও। নয়তো জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। দুটো গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। ৭৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন নেদারল্যান্ডসের কডি গ্যাকপো।
২০০৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে পরাজিত হল রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, এমবাপ্পে ভালো প্লেয়ার। তবে আমার মনে হয় ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ওকে আরও খেলায় মনোযোগ দিতে হবে। আমরা সকলেই চেষ্টা করছি যাতে এমবাপ্পে দ্রুত ছন্দে ফেরে।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা বনাম জুভেন্তাস ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে। মোনাকোকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে বেনফিকা। শাক্তার ডনেৎস্কে ৩-২ গোলে হারায় পিএসভি। বোলোগনার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পায় এলওএসসি, কেল্টিক এবং ক্লাব বার্গের ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে হারায় ডর্টমুন্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন