FIBA Asia Cup 2025 Qualifiers: ২৭ বছর পর ইতিহাস বাস্কেটবলে! শক্তিশালী কাজাখস্তানকে হারালো ভারত

People's Reporter: ফিবা এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে গ্রুপ ই-তে রয়েছে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে সোমবার কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল ভারত।
ভারতীয় বাস্কেটবল দল
ভারতীয় বাস্কেটবল দলছবি - সংগৃহীত
Published on

২৭ বছর পর ফিবা এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে ২০২৫-এ ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ বাস্কেটবল দল। সোমবার চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে শক্তিশালী কাজাখস্তানকে ৮৮-৬৯ ব্যবধানে হারালো ভারত।

ফিবা এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে গ্রুপ ই-তে রয়েছে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে সোমবার কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম কোয়ার্টারে ১৮-৯ ব্যবধানে এগিয়ে যায় কাজাখস্তান। পরের ৩টে কোয়ার্টার জিতে নেয় ভারতীয় বাস্কেটবল দল। দ্বিতীয় কোয়ার্টারের ভারত জেতে ২৮-১৫ ব্যবধানে। তৃতীয় কোয়ার্টার ২৬-১৮ এবং চতুর্থ তথা শেষ কোয়ার্টার জেতে ২৫-১৮ ব্যবধানে। ভারতের বিশ্বর‍্যাঙ্কিং-এ রয়েছে ৭৬তম স্থানে। ৬৯ নম্বর স্থানে রয়েছে কাজাখস্তান।

এই গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। কাতার রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে ভারত এবং চতুর্থ স্থানে কাজাখস্তান। ৪ ম্যাচে ভারত জিতেছে ১টি এবং পরাজিত হয়েছে ৩টিতে। ইরানের পয়েন্ট ৭, কাতারের পয়েন্ট ৬, ভারত ও কাজাখস্তানের পয়েন্ট ৫। পরের রাউন্ডে যাওয়ার আশা এখনও জেগে রয়েছে ভারতের।

ভারতীয় বাস্কেটবল দল পরের বছর ফেব্রুয়ারিতে FIBA ​​এশিয়া কাপ ২০২৫ কোয়ালিফায়ার্স রাউন্ডের তাদের শেষ দুটি ম্যাচে ইরান এবং কাতারের মুখোমুখি হবে। গ্রুপ শীর্ষে থাকা প্রথম দুটি দল সরাসরি সুযোগ পাবে মূল পর্বে খেলার।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in