
রবিবার উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। দুই দলের সামনেই দ্বিতীয়বারের জন্য খেতাব জয়ের হাতছানি। গোটা বিশ্ব অপেক্ষা করছে লামিনে ইয়ামাল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখার জন্য।
ভারতীয় সময় রবিবার রাত ১২.৩০টার সময় জার্মানির মিউনিখ ফুটবল এরিনাতে শুরু হবে ম্যাচ। পর্তুগাল জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এবং স্পেন ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ যথেষ্ট কঠিন হতে চলেছে।
যদিও পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে স্পেন। এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪০ বার। যার মধ্যে স্পেন জিতেছে ১৬টিতে এবং পর্তুগাল জয়ী হয়েছে ৭টিতে এবং বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, “ফাইনাল জেতার জন্য আমরা বিশেষ কিছুই পরিবর্তন করব না। আমরা কী করতে পারি তাতে বিশ্বাস করি। স্পেন সম্ভবত বিশ্বের সেরা দল। তাদের এমন খেলোয়াড় আছে যারা বল ধরে রাখতে পারে এবং দ্রুত আক্রমণ করতে পারে, যা স্প্যানিশ ফুটবলের একটি ভিন্ন দিক। আমাদের এটিকে ভালোভাবে আটকাতে হবে। কিন্তু পর্তুগালের জয়ের মূল চাবিকাঠি হল আমরা যেটা ভালো করতে পারি সেটাই যেন নিখুঁত করতে পারি”।
অন্যদিকে, স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে বলেন, “আমরা জানি এই প্রতিযোগিতা শুরু থেকেই কতটা কঠিন ছিল। আপনি সবসময় এত ভালো দলের মুখোমুখি হন না। ইউরোপের সেরা পাঁচটি দলের মধ্যে চারটি এখানে রয়েছে। এটি একটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। দুই দলই খেতাব জয়ের দাবিদার। ম্যাচ সহজ হবে না। দুটো টিমের কাছেই মর্যাদার লড়াই হতে চলেছে”।
উল্লেখ্য, ২০১৮-১৯ মরসুম থেকে শুরু হয় উয়েফা নেশনস লিগ। প্রথম মরসুমে নেদারল্যান্ডসে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ২০২০-২১ মরসুমে স্পেনকে ২-১ গোলে পরাজিত করে জয়ী হয় ফ্রান্স। ২০২২-২৩ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে খেতাব নিজেদের দখলে নেয় স্পেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন