

দুর্গাপুরে কলকাতা লিগের ম্যাচ আয়োজন করে চমক দেন আইএফএ কর্তারা। যদিও প্রথম ম্যাচের আগেই ঘটলো বিপত্তি। বুধবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ উপলক্ষ্যে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন আইএফএ-র সহ-সভাপতি তথা সাদার্ন সমিতি কর্তা সৌরভ পাল, দলের কোচ রঞ্জন ভট্টাচার্য ও সার্দার্ন সমিতির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ডঃ প্রণব মুখার্জি।
সাদার্ন কর্তাদের বর্ধমানের বেঙ্গল ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্য আপাতত সুস্থ আছেন। ডঃ প্রণব মুখার্জি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার সংক্রান্ত বিষয় খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন আইএফএ -র প্রাক্তন সহসচিব পঞ্চানন দত্ত ও অনুশীলনী ক্লাবের কর্তা দিলীপ আচার্য।
জানা যাচ্ছে, চালকের পাশের আসনেই বসেছিলেন সাদার্ন সমিতির সহ-সভাপতি প্রণব এবং পিছনের দিকে বসেছিলেন সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল ও কোচ রঞ্জন ভট্টাচার্য। দুর্ঘটনার পর জ্ঞান হারান প্রণব মুখার্জি।
আহত অবস্থায় গাড়ি থেকে কোনও রকমে বের করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় বর্ধমানের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রণবকে। বর্তমানে চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি। জানা গেছে, তাঁর মাথায় চোট লেগেছে। সেই কারণেই জ্ঞান হারান তিনি।
উল্লেখ্য, বুধবার পাঠচক্রর বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল খেয়ে ৪- ১ ব্যবধানে হারলো সাদার্ন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
