

ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত কি ম্যাজিক জানেন? দলের দায়িত্ব নিয়েই একদম বদলে দিয়েছেন লাল হলুদ জার্সিকে। দলের মধ্যে সঞ্চয় করেছেন লড়াই করার মানসিকতা। ডুরান্ড কাপের সেমিফাইনালে ২ গোলে পিছিয়ে থেকেও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-৩ গোলে হারালো ইস্টবেঙ্গল।
১৯ বছর পরে ডুরান্ড কাপের ফাইনালে শতবর্ষ প্রাচীন ক্লাব। কীভাবে ম্যাচের মোড় ঘুরে গেল!? মঙ্গলবার ম্যাচের পরে কুয়াদ্রাত জানান, "টার্নিং পয়েন্ট বলে কিছু নেই। তবে প্লেয়ারদের ওপর আমার বিশ্বাস আছে। ওদের হার না মানা মানসিকতার ওপর ভরসা ছিল। প্লেয়ারদের বলেছিলাম, হারার আগে হারবে না। যতক্ষণ মাঠে থাকব, লড়াই করব। সেটাই করেছে ছেলেরা।"
পাশাপাশি তিনি বলেন, "দুটো খুব বাজে গোল হজম করেছি। তবুও প্লেয়ারদের ওপর বিশ্বাস ছিল। ৯০ মিনিট অবধি যা কিছু হতে পারে। ওরা সেটাই করে দেখিয়েছে। সমর্থকদের খুশি করতে পেরে সত্যিই ভালো লাগছে।"
সেমিফাইনালের দিন অনেক বদল করেন কুয়াদ্রাত। সেই প্রসঙ্গে লাল হলুদের স্প্যানিশ কোচ জানান, আসলে সবে মরসুম শুরু হল। আমাদের টানা খেলতে হচ্ছে। বোরহা, সৌভিক সবাই ক্লান্ত ছিল। ফাইনালে সেরা একাদশই নামাতে চাই। একমাত্র টার্গেট শুধুমাত্র ট্রফি জয়।' বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে এফসি গোয়া আর মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান জিতলে রবিবার ফাইনালে ফের ডার্বি উপহার পাবে বাংলার ফুটবল প্রেমীরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন