Indian Football Team: সুনীলকে বাদ রেখেই কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা ভারতের

টুর্নামেন্টের সময় স্ত্রী সোনমের ডেলিভারির তারিখ পড়ায় তাঁকে দলে না রাখার অনুরোধ করেছিলেন সুনীল ছেত্রী। তাই তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করেন স্টিমাচ।
২৩ সদস্যের দল ঘোষণা করলো ভারত
২৩ সদস্যের দল ঘোষণা করলো ভারতছবি - সংগৃহীত

কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ফুটবল দল। তারুণ্যেই জোর দিয়েছেন ক্রোয়েশিয়ান কোচ। সিনিয়র ফুটবলার বলতে শুধু সন্দেশ ঝিঙ্গন এবং গুরপ্রীত সিং সান্ধু রয়েছেন দলে। টুর্নামেন্টের সময় স্ত্রী সোনমের ডেলিভারির তারিখ পড়ায় তাঁকে দলে না রাখার অনুরোধ করেছিলেন সুনীল ছেত্রী। তাই তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করেন স্টিমাচ।

৭ থেকে ১০ সেপ্টেম্বর থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত হবে কিংস কাপ। ৭ সেপ্টেম্বর সেমিফাইনালে ইরাকের মুখোমুখি হবে ভারত। ফিফা ক্রম তালিকায় ইরাক রয়েছে ৭৭তম স্থানে এবং ভারত রয়েছে ৯৯তম স্থানে। একই দিনে অন্য সেমিতে আয়োজক দেশ থাইল্যান্ড খেলবে লেবাননের বিরুদ্ধে। ফাইনাল ১০ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারত ।

২৩ জনের ভারতীয় দল:

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমীত সিং।

ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারী, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু।

মিডফিল্ডার: জিকসন সিং থৌউনাওজ্যাম, সুরেশ সিং ওয়্যাংজ্যাম, ব্র্যান্ডন ফার্নান্দেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ন, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা চাংতে।

ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি।

২৩ সদস্যের দল ঘোষণা করলো ভারত
Swimming Competition: ৩ বছর পরে মুর্শিদাবাদে ফের চালু বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in