

ভারতীয় মহিলা ক্রিকেটে (৫০ ওভারে) দ্রুততম শতরান করলেন স্মৃতি মন্ধানা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে সেঞ্চুরি করলেন স্মৃতি।
তাঁর সাথে তুলনা করা হয় বিরাট কোহলির। কেন এই তুলনা? তা ফের একবার প্রমাণ করলেন স্মৃতি। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ বলেই ১০০ রান করেন স্মৃতি মন্ধানা। মোট ৮০ বল খেলে ১৩৫ রানে আউট হন তিনি। তাঁর ইনিংসে ৭টি ৬ এবং ১২টি ৪ রয়েছে। স্ট্রাইক রেট ১৬৮.৭৫। এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল হরমনপ্রীত কৌর। তিনি ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
এই রানের পাশাপাশি প্রতীকার রাওয়ালের সাথে জুটি বেঁধে প্রথম উইকেটের জন্য তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন স্মৃতি। এই জুটি ২৩৩ রানের পার্টনারশিপ গড়েছে। ভারতীয় মহিলা ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড রয়েছে দীপ্তি শর্মা এবং পুনম রাউতের। তাঁরা ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৩২০ রানের পার্টনারশিপ করেছিলেন।
এদিন ৫০ ওভারে প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৪৩৫ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ১৩১ রান করে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন