
সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রোহিত শর্মা - একনজরে দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ৫ ভারতীয় ব্যাটারকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ১৯৯৮ সাল থেকে। ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান এবং নিউজিল্যান্ড (করাচি)। তার আগে দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রান করা ৫ ব্যাটারকে।
শিখর ধাওয়ান
ভারতীয় ব্যাটারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন শিখর ধাওয়ান। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত মোট ১০টি ম্যাচ খেলেন ধাওয়ান। ১০ ইনিংসে তাঁর মোট রান ৭০১। মোট ৬৯০টি বল খেলেছিলেন তিনি। সর্বাধিক রান করেছেন ১২৫। স্ট্রাইক রেট ১০১.৫৯। গড় ৭৭.৮৮। ৭৯টি ৪ এবং ৮টি ছয় মেরেছিলেন তিনি। ৩টি করে শতরান এবং অর্ধশতরান রয়েছে শিখরের।
সৌরভ গাঙ্গুলি
১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত মোট ১৩ ম্যাচে ১১টি ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ১১ ইনিংসে মোট ৬৬৫ রান রয়েছে গাঙ্গুলির। সর্বাধিক রান অপরাজিত ১৪১। স্ট্রাইক রেট ৮৩.১২। গড় ৭৩.৮৮। ৮০০ বল খেলেছেন। ৬৬টি বাউন্ডারি এবং ১৭টি ওভার বাউন্ডারি রয়েছে গাঙ্গুলির নামে। বাংলার 'মহারাজ'ই এখনও পর্যন্ত সর্বাধিক ছক্কার মালিক। তাঁর দখলেও ৩টি শতরান এবং ৩টি অর্ধশতরান রয়েছে।
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় ১৯৯৮-২০০৯ সাল পর্যন্ত ভারতের হয়ে মোট ১৯ ম্যাচে ১৫টি ইনিংস খেলেন। মোট ৬২৭ রান রয়েছে তাঁর। সর্বাধিক রান ৭৬। গড় ৪৮.২৩। স্ট্রাইক রেট ৭৩.৩৩। মোট ৮৫৫ বল খেলেছেন তিনি। ৫৬টি চার এবং ১টি ছয় রয়েছে তাঁর ঝুলিতে। ১টি অর্ধ শতরান আছে দ্রাবিড়ের।
বিরাট কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ২০০৯ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন। এখনও পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে ১২টি ইনিংস খেলেছেন। ৬ বার অপরাজিত ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ৫২৯ রান। ৫টি অর্ধ শতরান রয়েছে বিরাটের। ৫৩টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর নামে। স্ট্রাইক রেট ৯২.৩২। গড় ৮৮.১৬। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে থাকলে শিখর ধাওয়ানকে ছাপিয়ে যেতে পারেন বিরাট।
রোহিত শর্মা
বর্তমান ভারত অধিনায়ক এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট রান সংখ্যা ৪৮১। ২০১৩-২০১৭ পর্যন্ত মোট ১০ ম্যাচে ১০ ইনিংস খেলেছেন। সর্বাধিক রান অপরাজিত ১২৩। স্ট্রাইক রেট ৮২.৫০। গড় ৫৩.৪৪। ৫১টি ৪ এবং ৮টি ৬ মেরেছেন তিনি। মোট ৫৮৩টি বল খেলেছেন তিনি।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের মালিক ক্রিস গেইল। তিনি ২০০২-২০১৩ পর্যন্ত ১৭ ম্যাচে ১৭ ইনিংসই খেলেছেন। তাঁর মোট রান ৭৯১। সর্বাধিক রান অপরাজিত ১২৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন