
বিরাট কোহলির ১২ বছরের রেকর্ড ভেঙে নজির গড়লেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। পাশাপাশি মহিলাদের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক এখন মন্ধানাই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার ঐতিহাসিক কৃতিত্ব গড়লেন স্মৃতি। মাত্র ৫০ বলে সেঞ্চুরি করে তিনি ভারতের হয়ে একদিনের ক্রিকেটে (পুরুষ/মহিলা মিলিয়ে) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এর আগে রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। যিনি ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৫২ বলে শতরান করেছিলেন।
কোহলির আগে রেকর্ডটি ছিল বীরেন্দ্র শেহবাগের দখলে, যিনি ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে শতরান করেছিলেন। আরও আগে, মহম্মদ আজহারউদ্দিন ১৯৮৮ সালে বারোদায় নিউজিল্যান্ডেরই বিরুদ্ধে ৬২ বলে সেঞ্চুরি করেছিলেন।
মন্ধানার ইনিংসটি মহিলাদের একদিনের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেছিলেন।
এই নিয়ে স্মৃতি মন্ধানা ১৩টি ওয়ানডে শতরান করলেন। যার ফলে তিনি নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন। শুধুমাত্র ল্যানিংয়ের (১৫টি সেঞ্চুরি) রেকর্ড তাঁর থেকে এগিয়ে রয়েছে। মহিলা ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক শতরানের মালিকও এখন মন্ধানা। তিনি বেটস ও ট্যামি বোমন্টকে (১২টি করে শতরান) পিছনে ফেলেছেন।
এর পাশাপাশি, এটি মন্ধানার দ্বিতীয়বারের মতো টানা দুটি ওয়ানডে শতরান করলেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছিলেন। মহিলা ক্রিকেটে একাধিকবার এই কীর্তি করার তালিকায় একমাত্র ইংল্যান্ডের ট্যামি বোমন্ট রয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন