অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-শ্রীকান্ত, শেষ চারে প্রণয়-প্রিয়াংশু

আমেরিকান শাটলার বেইওয়েন ঝাং-র কাছে ১২-২১ এবং ১৭-২১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। দুই শাটলারের মধ্যে ৩৯ মিনিট খেলা হয়।
কিদাম্বি শ্রীকান্ত
কিদাম্বি শ্রীকান্তছবি - আইএএনএস-র ট্যুইটার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের দুই তারকা শাটলার পি ভি সিন্ধুকিদাম্বি শ্রীকান্ত। তবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন এইচ এস প্রণয় এবং প্রিয়াংশু রাজাওয়াত।

আমেরিকান শাটলার বেইওয়েন ঝাং-র কাছে ১২-২১ এবং ১৭-২১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। দুই শাটলারের মধ্যে ৩৯ মিনিট খেলা হয়। শেষ ১০ বার মুখোমুখিতে ৬ বার জিতেছিলেন সিন্ধু। এবার মধুর প্রতিশোধ নিলেন আমেরিকান প্রতিপক্ষ।

অন্যদিকে স্বদেশীয় প্রতিপক্ষ প্রিয়াংশু রাজাওয়াতের সামনে দাঁড়াতেই পারলেন না কিদাম্বি শ্রীকান্ত। স্ট্রেট সেটে প্রিয়াংশুর কাছে ১৩-২১ এবং ৮-২১ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ান ওপেন শেষ করলেন।

আবার কোয়ার্টার ফাইনালে বিশ্ব ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার সিনিসুকা গিনটিংকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন এইচ এস প্রণয়। দু'জনের মধ্যে ৭৩ মিনিট খেলা চলে। প্রথম গেমে ১৬-২১ ব্যবধানে হারলেও পরের দুটি গেমে দুরন্ত কামব্যাক করেন প্রণয়। ফলাফল হয় ২১-১৭ ও ২১-১৪।

উল্লেখ্য, দুরন্ত পারফর্ম্যান্স করে সকলের নজর কেড়েছেন ২১ বছরের প্রিয়াংশু রাজাওয়াত। এই প্রিয়াংশুর বাড়ি মধ্যপ্রদেশে। মাত্র ৮ বছর বয়স থেকেই তিনি ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিতে শুরু করেন। পুলেলা গোপীচাঁদের গোয়ালিয়রের অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান। তবে শেষ এক বছর ধরে নিজের খেলায় সকলকে অবাক করেছেন তিনি।

কিদাম্বি শ্রীকান্ত
Mohun Bagan: রোনাল্ডোকে চ্যালেঞ্জ দেওয়া ফুটবলারকে নিল মোহনবাগান!
কিদাম্বি শ্রীকান্ত
ICC World Cup 23: 'কারা বানিয়েছে?' - বিশ্বকাপে ভারতের সূচি দেখে ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in