
নিজামের শহরে ঐতিহাসিক ইনিংস খেললেন শুবমন গিল। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে গড়লেন দ্বিশতরান করার নজির। পাশাপাশি বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতীয় হিসাবে ওয়ান ডে-তে দ্রুততম হাজার রান করার রেকর্ডও গড়েলেন শুবমন।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার ব্যাট হাতে অনবদ্য প্রদর্শন করলেন শুবমন। ১৪৯ বল খেলে তাঁর সংগ্রহ ২০৮ রান। ইনিংস সাজানো রয়েছে ১৯ টি বাউন্ডারি এবং ৯ টি ওভার বাউন্ডারি দিয়ে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এবং ঈশান কিষাণকে পেছনে ফেলে বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরানের নজির গড়লেন তিনি। শুবমন ছাড়া ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে দ্বিশতরান করেছেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা এবং ঈশান কিষাণ।
এদিন বিরাট কোহলিকেও পেছনে ফেললেন শুবমন। একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রান পূর্ণ করার এই রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির অধীনে। বিরাট ২৪ ইনিংসে হাজার রান করেছিলেন। শুবমন মাত্র ১৯ ইনিংসেই হাজার রান পূর্ণ করলেন।
শুবমনের পাহাড় প্রমাণ ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য রেখেছে ৩৫০ রানের। শুবমন ছাড়া ভারতের হয়ে এদিন গুরুত্বপূর্ণ ৩৪ রান করেন রোহিত শর্মা। ৩১ রান করেন সূর্যকুমার যাদব এবং ২৮ রান করেন হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন হেনরি শিপলে এবং ড্যারিল মিচেল। একটি করে উইকেট হারিয়ে লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার এবং ব্লেয়ার টিকনার। এই খবর লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান করেছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন