IND vs AUS: অজিদের বিপক্ষে ODI সিরিজে অনিশ্চিত এই তারকা ব্যাটার!

কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চোটের কারণে শ্রেয়স খেলতে না পারলে বড় সমস্যার মুখে পড়তে হবে নাইটদেরও।
ODI সিরিজে অনিশ্চিত শ্রেয়স
ODI সিরিজে অনিশ্চিত শ্রেয়সছবি - BCCI-র ট্যুইটার

আমেদাবাদ টেস্টে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটারের খেলা একপ্রকার অনিশ্চিত। অনুমান করা হচ্ছে শ্রেয়স আইয়ারকে ওডিআই সিরিজ থেকেও বাদ দেওয়া হতে পারে। শ্রেয়সের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হতে পারে। কিন্তু তাঁর চোট সবচেয়ে বেশি ভাবাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে।

আইপিএলে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চোটের কারণে শ্রেয়স খেলতে না পারলে বড় সমস্যার মুখে পড়তে হবে নাইটদের। ব্যাটিং অর্ডার তো ধাক্কা খাবেই। সেই সঙ্গে নতুন অধিনায়কও বেছে নিতে হবে তাদের।

শ্রেয়সের চোট যে বেশ গুরুতর তা রোহিত শর্মার কথাতে স্পষ্ট ছিল। সোমবার খেলা শেষে রোহিত বলেন, শ্রেয়সকে হাসপাতালে পাঠানো হয়েছিল স্ক্যান করার জন্য। ওর যখন যন্ত্রণা হচ্ছিল, ওর অবস্থা দেখে খুব একটা সুস্থ লাগছিল না ওকে। কী রিপোর্ট এসেছে জানিনা।"

চোটের কারণেই নাগপুর টেস্টে খেলতে পারেননি শ্রেয়স। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন রিহ্যাবের পর দিল্লি টেস্টে দলে ফেরেন। আবার আমেদাবাদ টেস্টে চোট পেয়ে বসেন নাইট অধিনায়ক।

ওডিআই সিরিজে শ্রেয়স বাদ পড়লে জায়গা হতে পারে সঞ্জু স্যামসনের। সঞ্জু স্যামসন ভারতের হয়ে শেষ ওডিআই খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে।

ODI সিরিজে অনিশ্চিত শ্রেয়স
ICC: জাদেজা, মোটিকে পেছনে ফেলে শেষ তিন মাসে দ্বিতীয়বার সেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি ব্রুক
ODI সিরিজে অনিশ্চিত শ্রেয়স
মানবিক দৃষ্টান্ত! ক্যান্সার চিকিৎসায় সাহায্যের জন্য নিজের গ্লাভস নিলামে তুললেন এমি মার্টিনেজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in