ICC: জাদেজা, মোটিকে পেছনে ফেলে শেষ তিন মাসে দ্বিতীয়বার সেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি ব্রুক

পাকিস্তানের বাবর আজমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার এই পুরস্কার জেতার নজির গড়লেন মাত্র দেড় বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা এই ব্রিটিশ তারকা।
হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক ফাইল ছবি

অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। গত তিন মাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন ইংল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার হ্যারি ব্রুক। পাকিস্তানের বাবর আজমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার এই পুরস্কার জেতার নজির গড়লেন মাত্র দেড় বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা এই ব্রিটিশ তারকা। মহিলাদের বিভাগে এই পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

ফেব্রুয়ারি মাসের সেরার পুরস্কার জয়ের লড়াইয়ে ব্রুক পেছনে ফেলেছেন ভারতের স্পিনং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোটিকে। ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে সিরিজ সেরা হয়েছিলেন হ্যারি ব্রুক। ওয়েলিংটনে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের অনবদ্য এক ইনিংস।

এর আগে আগে ডিসেম্বরে সেরা হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করা ব্রুক। এক বিবৃতিতে হ্যারি ব্রুক বলেন, "তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন। বছরটা ভালোভাবে শুরু হলো। আশা করি, সামনের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রাখতে পারব।"

সম্প্রতি অস্ট্রেলিয়ার সফল আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পর ফেব্রুয়ারি মাসের সেরার সম্মান জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। গার্ডনারও এই পুরস্কার দ্বিতীয়বার জিতলেন। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া অজি অলরাউন্ডার বলেন, গার্ডনার বলেছেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ একটি দুর্দান্ত টুর্নামেন্ট ছিল, এবং নিউল্যান্ডসে উপচে পড়া ভিড়ের সামনে ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সাথে খেলা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল।"

হ্যারি ব্রুক
উইলিয়ামসনের দাপটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in